Bangla News Dunia,সমরেশ দাস :- চীন তো আগেথেকেই বিরোধিতা করে আসছে , চক্রান্ত করে চলেছে । সঙ্গে নিয়েছে পাকিস্তান কে । এবারে ভারতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলা নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পাশে থাকার সিদ্ধান্ত নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷ নেপালের প্রধানমন্ত্রীর ওলির ইস্তফার দাবিতে তাঁর দলেরই একাংশ সরব হয়েছে ৷ ওলি অবশ্য এই বিদ্রোহের পিছনে নয়াদিল্লির চক্রান্তের অভিযোগ করেছেন ৷
ক্রমেই কোণঠাসা হয়ে পড়তে থাকা নেপালের প্রধানমন্ত্রীকে প্রত্যাশিত ভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান ইমরান খান ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ইতিমধ্যেই ইসলামাবাদের তরফে নেপালের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে ইমরান খানের সঙ্গে কথা বলার জন্য নেপালের প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ (ভারতীয় সময়ে বেলা ১২.৩০ এবং নেপালের সময় ১২.৪৫) নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন ইমরান খান ৷ কূটনৈতিক সূত্রে খবর, দুই প্রধানমন্ত্রীর আলোচনার মূল বিষয়বস্তুই যে ভারতকে নিয়ে হতে চলেছে, সেটা একরকম নিশ্চিত ৷
একদিকে নেপালের প্রধানমন্ত্রী যখন ভারতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করাচির স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলার জন্যও নয়াদিল্লিকেই দায়ী করেছেন ৷
লাদাখ সীমান্তে ভারত চিন উত্তেজনার মধ্যে পাকিস্তান এবং নেপালের কাছাকাছি আসাও তাৎপর্যপূর্ণ ৷ কারণ দুই দেশের প্রধানমন্ত্রীই এখন চিনের কাছে বিশেষভাবে ‘ঋণী’ ৷ কারণ নেপাল এবং পাকিস্তান, দুই দেশেই নিজেদের স্বার্থে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে চিন৷ কাঠমান্ডু রাজনীতির উপর নজর রাখা এক বিশেষজ্ঞের কথায়, ‘চিনই পাকিস্তান এবং নেপালের মধ্যে যোগসূত্রের কাজ করছে ৷’
Highlights
১. চীন তো আগেথেকেই বিরোধিতা করে আসছে , চক্রান্ত করে চলেছে ভারতের বিরুদ্ধে
২. এবারে নেপালের পশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান , নেপালের প্রধানমন্ত্রীর সহযোগিতা করছে পাকিস্তান
৩. লাদাখ সীমান্তে ভারত চিন উত্তেজনার মধ্যে পাকিস্তান এবং নেপালের কাছাকাছি আসাও তাৎপর্যপূর্ণ
#Pakistan #Nepal #Ladhak #IndiaNepalborder