পাকিস্তানের ইতিহাসে যা কোনো দিন হয়নি : সেনার লেফটেন্যান্ট জেনারেল পদে এক মহিলা নিগার জোহার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- পাকিস্তানে মেয়েদের যে কতটা সন্মান দেওয়া হয় বা কতটা তারা নিজেদের মতো বাঁচতে পারে তা বোধহয় সবার জানা । কিন্তু সেখানে সেনা বাহিনীতে মহিলা তাও আবার লেফটেন্যান্ট জেনারেল পদে সত্যি খুব ভালো সংবাদ ।

পাকিস্তানের ইতিহাসে এই ঘটনা অতীতে ঘটেনি। এবার পাক সেনাবাহিনীর লেফট্যানেন্ট জেনারেল পদে নিযুক্ত হলেন এক মহিলা। মঙ্গলবারই ইন্টার সার্ভিস পাবলিক রিলেশানের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, মেজর জেনারেল নিগার জোহার লেফট্যানেন্ট পদে অভিষিক্ত হতে চলেছেন।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রত্যন্ত অঞ্চল পাঞ্জপীরর বাসিন্দা নিগার জোহার। তিনি বর্তমানে রাওলপিন্ডি সেনা হাসপাতালে কম্যান্ড্যান্ট হিসেবে কর্মরত। পাক সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যাচ্ছে, নিগারই পাক সেনাবাহিনীতে নিযুক্ত প্রথম মহিলা সার্জেন।

২০১৭ সালে নিগার প্রথম মেজর জেনারেল পদে অভিষিক্ত হন। তখনও সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি। কারণ পাকিস্তানে তৃতীয় মহিলা হিসেবে তিনি এই পদে আসীন হন।

Highlishts

১. পাকিস্তানে মেয়েদের যে কতটা সন্মান দেওয়া হয় বা কতটা তারা নিজেদের মতো বাঁচতে পারে তা বোধহয় সবার জানা

২. পাকিস্তানের ইতিহাসে এই ঘটনা অতীতে ঘটেনি

৩. এবার পাক সেনাবাহিনীর লেফট্যানেন্ট জেনারেল পদে নিযুক্ত হলেন এক মহিলা, তার নাম নিগার জোহার

৪. পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রত্যন্ত অঞ্চল পাঞ্জপীরর বাসিন্দা নিগার জোহার

#Pakistan  #Lt.GenNigarKhan  #Nigar Zohar

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন