Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পৃথিবী রক্ষার শপথ নেব পৃথিবী দিবসে। সৌরজগতের এই শস্য শ্যামলা পূর্ণ নীল গ্রহের সুস্থতার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতে এবং একইসঙ্গে পরিবেশ সংরক্ষণের জন্য ও পৃথিবীকে কৃতজ্ঞতা জানাতে ২২ এপ্রিল বিশ্বব্যাপী পালিত হতে চলেছে ওয়ার্ল্ড আর্থ ডে। প্রতি বছর ২২ শে এপ্রিল বিশ্বব্যাপী পালিত হতে চলেছে ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব পৃথিবী দিবস।
এই বছরে বিশ্ব জুড়ে করোনভাইরাস মহামারীর মধ্যেই পালন করা হবে বিশেষ এই দিনটি। বিশ্বের বেশ কিছু দেশে করোনা সংক্রমণের এর কারণে লকডাউন চলছে। এই কারণেই এই দিনটি পালনের জন্য বিশ্বের সতেচন নাগরিকরা প্রত্যেকেই ডিজিটাল মাধ্যমর সাহায্য নিয়ে দায়িত্বপূর্ণ ভাবে ওয়ার্ল্ড আর্থ ডে পালন করছে। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা এবং পৃথিবীর অবস্থা বিশ্লেষণের জন্য ১৯৭০ সাল থেকে প্রতি বছর পালিত হয় বিশ্ব পৃথিবী দিবস। প্রতি বছর ১৯৩ টিরও বেশি দেশে এটি বিশেষ এই দিনটি উদযাপন করে।
প্রসঙ্গত এই বছর ৫০তম ওয়ার্ল্ড আর্থ ডে পালিত হচ্ছে বিশ্বজুড়ে। এইদিনে কয়েক কোটি মানুষ এই গ্রহকে রক্ষার জন্য শপথ নেবে। জল, বায়ু ও পরিবেশ দূষণের কারণে পৃথিবীর বেশিরভাগ অংশ যখন প্রায় ক্ষয়-ক্ষতির সীমা অতিক্রমের পথে। সেই সময়ে প্রাণীর বাসযোগ্য অন্যতম এই গ্রহ রক্ষার জন্য ১৯৭০ সালে নিউইয়র্ক শহরের কয়েক লক্ষ মানুষ পৃথিবীর স্বাস্থ্য রক্ষার দাবিতে রাস্তায় নেমেছিলেন।
ওয়ার্ল্ড আর্থ ডে-র আয়োজন ছিলেন ২৫ বছর বয়সী ডেনিস হেইস নামে এক ছাত্রী। বর্তমানে এই দিবস পৃথিবীর বৃহত্তম নাগরিক ইভেন্ট হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
Highlights
1. পৃথিবী রক্ষার শপথ নেব পৃথিবী দিবসে
2. ওয়ার্ল্ড আর্থ ডে-র আয়োজন ছিলেন ২৫ বছর বয়সী ডেনিস হেইস নামে এক ছাত্রী
#World Earth Day #Science