Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :– অনেক সময় আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়। সংসারের খরচ চালাতে বা আচমকা এসে পড়া কোনও খরচ সামলাতে তখন টাকা ধার করতে হয় আমাদের অনেককেই। কিন্তু ঋণ করা কোনও কাজের কথা নয়। একটা ঋণ শোধ করতে আবার নতুন করে ঋণ নিতে হয় অনেককেই। এই কারণে ঋণের জালে ধীরে ধীরে জড়িয়ে পড়তে হয় আমাদের। দেখে নেওয়া যাক জ্যোতিষ শাস্ত্র মেনে কী ভাবে ঋণের জাল থেকে নিজেকে মুক্ত করা সম্ভব ?
আরো পড়ুন :- ৩০ বছর পর ঘটছে শনি ও মঙ্গলের সংমিশ্রণ যোগ ! বিপদ বাড়বে এই ৩টি রাশির
অর্জুন গাছের ছাল একটি লাল কাপড়ে মুড়ে তা ঘরে ঠাকুরের আসনে মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন। পুজোর পরে এই লাল কাপড়ে মোড়া অর্জুন গাছের ছাল নদীর জলে ভাসিয়ে দিন। এর ফলে আপনি সব ধরনের ঋণ থেকে মুক্তি পাবেন।
অর্জুন গাছের ছালে লাল চন্দনের ফোঁটা দিন। তারপর এটি লাল কাপড়ে মুড়ে বাড়ির আলমারি বা লকারে রেখে দিন। এর ফলে যেমন আপনি ঋণের জাল থেকে মুক্তি পাবেন, তেমনই আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে।
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
সন্ধেবেলা অর্জুন গাছের ছাল ও এক টুকরো কর্পূর একসঙ্গে জ্বালিয়ে দিন। নেগেটিভ এনার্জি দূর হবে এবং ঋণের কালো ছায়া থেকে মুক্তি পাবেন আপনি।
ব্যবসায়ীরা যদি ব্যবসায় বারবার ক্ষতির মুখে পড়েন, তাহলে অর্জুন গাছের ছাল লাল কাপড়ে মুড়িয়ে নিজের গলায় বেঁধে রাখুন। এর ফলে আপনি ব্যবসায় লাভ করবেন এবং সব ধরনের ক্ষতির থেকে নিজেকে বাঁচাতে পারবেন।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )