হোম আইসোলেশনের নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- হোম আইসোলেশনের নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক। দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই মারণ ভাইরাস থেকে বাঁচতে করোনা রোগীদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এই নতুন নির্দেশিকা তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য যাঁদের মধ্যে করোনার প্রাথমিক লক্ষ্মণগুলি দেখা গিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে নতুন এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে—

১. কোনও করোনা রোগী কতটা আক্রান্ত হয়েছেন তা স্থির করবেন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিক্যাল অফিসার।

২. এসব ক্ষেত্রে করোনা আক্রান্ত ব্যক্তির হোম আইসোলেশনে থাকার পর্যাপ্ত পর্যাপ্ত বন্দোবস্ত থাকতে হবে। পরিবারের কোনও সদস্যের সংস্পর্শে আসা যাবে না।

মার্কিন মুলুকে করোনায় মৃত্যু ১১ ভারতীয়র

৩. HIV বা ক্যানসার আক্রান্ত কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হলে হোম আইসোলেশনে থাকতে পারবেন না।

৪. একইভাবে অঙ্গ প্রতিস্থাপন হয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রেও হোম আইসোলেশনের নিয়ম খাটবে না।

৫. ৬০ বছরের বেশি বয়স্ক, এমন ব্যক্তিরা যদি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের অসুখ, ফুসফুসের সমস্যা, যকৃত ও কিডনি রোগে ভোগেন তাঁরা হোম আইসোলেশনে থাকতে পারবেন।

৬. কোনও ব্যক্তি হোম আইসোলেশনে থাকলে তাঁর সঙ্গে অতি অবশ্যই একজনকে থাকতে হবে।

৭. ওই ব্যক্তি এবং করোনা রোগীর সংস্পর্শে যাঁরা আসবেন প্রত্যেককে হাইড্রক্সিক্লোরোকুইন নিতে হবে।

৮. রোগীর মোবাইলে অতি অবশ্যই আরোগ্যা সেতু অ্যাপ থাকতে হবে।

৯.  রোগীকে প্রতিশ্রতি দিতে হবে যে নিয়মিত তিনি তাঁর স্বাস্থ্যের ব্যাপারে জেলার সার্ভিল্যান্স অফিসারকে জানাবেন।

১০. করোনা আক্রান্তকে হোম আইসোলেশনের সমস্ত নিয়ম মানতে হবে।

Highlights

1. হোম আইসোলেশনের নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক

2. করোনা আক্রান্তকে হোম আইসোলেশনের সমস্ত নিয়ম মানতে হবে

#Corona #আইসোলেশন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন