বড় ঘোষণা করল WHO , আলোচনা নানামহলে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বড় ঘোষণা করল WHO। ভারত-সহ গোটা বিশ্বে মারাত্মক ভাবে বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবার একদিনে ভারতে ২০ হাজার জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। যা একদিনের নিরিখে এখনও পর্যন্ত রেকর্ড। এ হেন পরিস্থিতিতে অনেকটা আশার আলো শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO জানাচ্ছে, আগামী দু সপ্তাহের মধ্যেই করোনা ভাইরাসের ওষুধের ট্রায়াল রিপোর্ট চলে আসতে পারে। ট্রায়াল রিপোর্ট সফল হলে বহু প্রতিক্ষিত ওষুধ পাবে বিশ্ববাসী। ভ্যাকসিনের পাশাপাশি করোনার ওষুধ নিয়েও জোর কদমে গবেষণা চালাচ্ছে তামাম বিশ্ব।

vaccine

বিশ্বস্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ট্রেডাস আধানম গেব্রেসুসের কথায়, ৩৯টি দেশের প্রায় সাড়ে ৫ হাজার করোনা রোগীর উপরে সলিডারিটি ট্রায়াল করা হয়েছে ওষুধের। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন রেজাল্ট এক থেকে দু সপ্তাহের মধ্যেই পেয়ে যাবো। হু যখন এই দাবি করছে, তখন গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ৭ মাস ধরে চলছে অতিমারি। চলছে বিভিন্ন ঔষদের গবেষণা ,স্ট্যান্ডার্ড কেয়ারে রেমডেসিভির, অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন, HIV ড্রাগ লপিনেভির বা রাইটোনেভির ও লপিনেভির বা রাইটোনেভিরের সঙ্গে ইন্টারফেরন।

হু-এর এমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান জানাচ্ছেন, করোনার ভ্যাকসিন কবে আসবে, তা এখনই বলা সম্ভব নয়। ঠান্ডা ঘরে কফি টেবিলে বসে করোনার সংক্রমণ নিয়ে বড় বড় কথা বলছে, তারা আসলে কিছু করতে পারেনি। বরং যে মানুষগুলি ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়ছেন, তাঁরা জয় পাবেনই।

Highlights

1. বড় ঘোষণা করল WHO

2. যে মানুষগুলি ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়ছেন, তাঁরা জয় পাবেনই

#WHO #HEALTH

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন