জিওমিটে 100 জনে কনফারেন্স এবার থেকে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, S. Datta Roy –   করোনা সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন লকডাউন চলার ফলে অনলাইনে কাজকর্ম সর্বত্রই খুব বেড়েছে। অফিসের কাজকর্ম থেকে শুরু করে পড়াশুনা সবই হচ্ছে অনলাইনে। এবার সেই অনলাইন প্লাটফর্মে নাম লেখালো দেশের ধনী ব্যক্তি মুকেশ আম্বানির রিলায়েন্স জিও । জিওমিট  যেখানে ২৪ ঘন্টা ধরে ১০০ জন পর্যন্ত অনলাইন ভিডিও চ্যাটে যুক্ত হতে পারবেন। জিওমিট হল  মেড ইন ইন্ডিয়া -র একটি ভিডিও কনফারেন্সিং এপ যেখানে ১০০ জন পর্যন্ত একসঙ্গে ভিডিও কনফারেন্স করা যায়।

যেকোনো মোবাইল নম্বর বা ই-মেল্ থেকে এই হয় ডেফিনেশন অডিও -ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার সুবিধা আছে। সাম্প্রতিককালে এই ধরণের ভিডিও কনফারেন্সের প্ল্যাটফরমগুলোতে হ্যাকারদের হানা দেখা যাচ্ছে। তাই সুরক্ষার জন্য মিটিং শুরু হয়ে গেলে বাকি থেকে যাওয়া ব্যক্তিরা বা কোনো হ্যাকার যাতে হোস্টের অজান্তে সেখানে যোগ দিতে না পারে তার জন্য ওয়েটিং রুম থাকবে জিওমিটে।

এর সঙ্গে থাকছে মাল্টিপল ডিভাইস সাপোর্ট ,এখানে একসঙ্গে ৫ টি ডিভাইস থেকে মিটিংয়ে লগ ইন করতে পারবে ব্যবহারকারীরা। আর সেক্ষেত্রে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানো যাবে। তার ফলে একসাথে ল্যাপটপ ,ডেস্কটপ ,স্মার্ট ফোন ইত্যাদি সহ অন্যান্য অপারেটং সিস্টেম থেকেই এই জিওমিট প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে। এই মুহূর্তে জিওমিট -কেটে তরিফে ফ্রি কলিং পরিষেবা পাওয়া যাবে।

Highlights

১.  জিওমিট  যেখানে ২৪ ঘন্টা ধরে ১০০ জন পর্যন্ত অনলাইন ভিডিও চ্যাটে যুক্ত হতে পারবেন। 

২.  এর সঙ্গে থাকছে মাল্টিপল ডিভাইস সাপোর্ট ,এখানে একসঙ্গে ৫ টি ডিভাইস থেকে মিটিংয়ে লগ ইন করতে পারবে ব্যবহারকারীরা। 

JIO MEET    #  রিলায়েন্স জিও

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন