Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বোমাবর্ষণ শুরু করল ইজরায়েল। ইসরাইল তাদের ঘর বিরোধী ইরানের উপর জোরদার হামলা করল। ইরানের পরমাণু কেন্দ্র গুলোকে ধ্বংস করে দিলো ইজরায়েলের লড়াকু যুদ্ধ বিমান। ইজরায়েলের এই হামলায় ইরানের ইউরেনিয়াম সংস্থান কেন্দ্র আর মিসাইল নির্মাণ কেন্দ্রে মারাত্বক আগুন লেগে যায়। ইজরায়েল নিজেদের ঘাতক যুদ্ধ বিমান F-35 ফাইটার জেটের সাহায্যে ইরানের পর্চিন এলাকার মিসাইল নির্মাণ স্থলে হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করে দেয়।
কুয়েতের এক সংবাদমাধ্যম আল জরিদার খবর অনুযায়ী, এই ঘটনা গত সপ্তাহে ঘটেছে। ওই সংবাদমাধ্যম লেখে, ইজরায়েলের হামলায় বৃহস্পতিবার ইরানের নন্তাজ পরমাণু কেন্দ্রে আগুন লেগে যায় আর ব্যাপক বড় বিস্ফোরণ হয়। এই পুরো কেন্দ্র মাটির নীচে বানানো হয়েছিল। কুয়েতের সংবাদমাধ্যম এটাও দাবি করে যে, গত সপ্তাহে ফাইটার জেট বিমান f-16 স্টিলথ ইরানের পর্চিন এলাকার একটি মিসাইল নির্মাণ কেন্দ্রে বোমা হামলা করে।
ইজরায়েল লাগাতার অভিযোগ করে আসছে যে, ইরান নিজেদের হাতিয়ার আর মিসাইল গুলোকে ইহুদীদের বিরুদ্ধে হিজবুল্লা সংগঠনকে দিচ্ছে। আর এরপরেই ইজরায়েল এই হামলা চালায়। শোনা যাচ্ছে যে, এই হামলার ফলে ইরানের পরমাণু প্রোগ্রাম দুই মাস পিছনে চলে গেছে। যদিও ইরানে হওয়া এই দুটি হামলা নিয়ে ইজরায়েল সরকার বা সরকারি সংবাদমাধ্যম এখনো কোন মুখ খোলেনি।
Highlights
1. বোমাবর্ষণ শুরু করল ইজরায়েল
2. ইরানের পরমাণু কেন্দ্র গুলোকে ধ্বংস করে দিলো ইজরায়েলের লড়াকু যুদ্ধ বিমান
3. দুটি হামলা নিয়ে ইজরায়েল সরকার বা সরকারি সংবাদমাধ্যম এখনো কোন মুখ খোলেনি
4. কুয়েতের সংবাদমাধ্যম এটাও দাবি করে
#Israel #Iran