আপনার কি হাঁপানির সমস্যা? জানুন কী করবেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনার কি হাঁপানির সমস্যা ? শ্বাসযন্ত্রে ভাইরাল সংক্রমণই মূলত শ্বাসকষ্টের প্রথম ও প্রধান কারণ। এরই মধ্যে বিশ্ব এখন করোনাভাইরাসের কবলে। ফলে হাঁপানির রোগীদের সমস্যা আরও বেড়েছে। অ্যালার্জি সৃষ্টিকারী জীবাণু রয়েছে পরিবেশেই। তবু তা কিছু নির্দিষ্ট মানুষকেই বেশি আক্রমণ করে। চিকিৎসকেরা জানাচ্ছেন, তার কারণ হল আক্রান্ত ব্যক্তির জিন। তাই একই হাঁপানির চিকিৎসা এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম ভাবে কাজ করে।

তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, পুরোপুরি এই রোগ সারিয়ে তোলা না গেলেও, নির্দিষ্ট নিয়ম মেনে শরীরকে অনেকটাই সুস্থ রাখা যায় এবং হাঁপানিকে বশে নিয়ে আসা সম্ভব। কলকাতার ইনস্টিটিউট অফ পালমোকেয়ার অ্যান্ড রিসার্চের চিকিৎসক পার্থসারথি ভট্টাচার্যের দেওয়া এই টিপসগুলি কাজে লাগান।

একনজরে দেখেনিন—-

১. চিকিৎসকের মতে, ভয় পাবেন না।

২. ওষুধ ও ইনহেলারের ১-২ মাসের স্টক করে রাখুন।

৩. শ্বাসকষ্ট বাড়তে পারে, এমন পরিস্থিতি এড়িয়ে চলুন।

৪. সামান্য শ্বাসকষ্ট হলেই তখুনি ইনহেলার ব্যবহার করুন।

৫. কোনও অসুবিধে হলে আগে চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করুন।

৬. চেম্বারে গেলে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখুন।

৭. নেবুলাইজারের ব্যবহার পরিহার করে ইনহেলার নিন।

৮. ধুলো, ধোঁয়া থেকে দূরে থাকুন।

৯. যদি আপনার হাঁপানি নিয়ন্ত্রণে না থাকে তবে করোনা  হলে বিপদ, বাড়াবাড়ি হতে পারে।

১০. নিজের ইনহেলার যত্ন করে সরিয়ে রাখুন, হাত সাবান দিয়ে ধুয়ে ব্যবহার করুন।

Highlights

1. আপনার কি হাঁপানির সমস্যা?

2. নিজের ইনহেলার যত্ন করে সরিয়ে রাখুন

#Health #শ্বাসকষ্ট

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন