Bangla News Dunia, সমরেশ দাস :- পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম নেই, এই অভিযোগে একসঙ্গে ইস্তফা দিলেন ৪৮ জন চিকিৎসক , তারা সবাই পাকিস্তানের ।পঞ্জাব প্রদেশের বেশ কয়েকটি মেডিক্যাল কলেজের চিকিৎসকরা একসঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁদের অভিযোগ, পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম না থাকায় তাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কা বাড়ছে ৷
পঞ্জাব প্রদেশের স্বাস্থ্য দফতরের তরফে বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে ৷ যে চিকিৎসকরা পদত্যাগ করেছেন, তাঁরা অধিকাংশই বয়সে তরুণ বলে জানা গিয়েছে ৷ ওই চিকিৎসকদের ইস্তফা গৃহীত হয়েছে বলেও সরকারি ভাবে জানানো হয়েছে ৷
লাহোরের একটি সরকারি হাসপাতালের এক সিনিয়র চিকিৎসক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘বার বার এই চিকিৎসকদের জন্য সুরক্ষা সরঞ্জাম পাঠাতে সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল ৷ কিন্তু কোনও কাজ হয়নি৷ তার পরেই তাঁরা ইস্তফা দিয়েছেন ৷’ তাঁর অভিযোগ, চিকিৎসকদের সুরক্ষা নিয়ে সরকার বিন্দুমাত্র বিচলিত নয় ৷
আফশোসের সুরে ওই চিকিৎসক আরও বলেন, ‘করোনার বিরুদ্ধে আমরাই সামনে থেকে লড়াই করছি ৷ কিন্তু ইমরান খান সরকার আমাদের সঙ্গে কী ব্যবহার করছে সবাই দেখছেন ৷ কয়েকদিন আগেই সুরক্ষা সরঞ্জামের দাবিতে সরব হওয়ায় মুজফফরাবাদে পাক অধিকৃত কাশ্মীরে চিকিৎসকদের উপরে লাঠিচার্জ করে পুলিশ ৷’
এই ঘটনার পরই পাক অধিকৃত কাশ্মীরের সমস্ত হাসপাতালে জরুরি পরিষেবা বন্ধ করে দেয় ইয়ং ডক্টরস অ্যাসোসিয়েশন ৷ ওই সিনিয়র চিকিৎসক আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকারের মনোভাব না বদলালে আরও অনেক চিকিৎসক ইস্তফা দেবেন ৷
Highlights
১. রবিবার পর্যন্ত পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ২,২৮,০০০ ছাড়িয়ে গিয়েছে৷ মৃ্তের সংখ্যা ৪৭০০-র বেশি
২. একসঙ্গে ইস্তফা দিলেন ৪৮ জন চিকিৎসক , তারা সবাই পাকিস্তানের
৩. যে চিকিৎসকরা পদত্যাগ করেছেন, তাঁরা অধিকাংশই বয়সে তরুণ বলে জানা গিয়েছে
#Pakistan #Doctorsresigned #Health #Corona