Bangla News Dunia, S. Datta Roy – গোটা রাজ্য তথা দেশ জুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। রবিবার রাজ্য স্বাথ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী -গত ২৪ ঘন্টায় ৮৯৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। কলকাতার চিকিৎসকরা মনে করছেন যে -করোনার সংক্রমণের গতি বাড়লেও তার ক্ষমতা ক্রমশই কমে আসছে। আন্তর্জাতিক স্তরের একটি গবেষণা পত্র থেকে জানা যাচ্ছে যে -দিন দিন করোনা ছড়ানোর গতি বাড়লেও তার সংক্রমণে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়ার নজির কমছে। জিনগত পরিবর্তনের সূত্রেই এমন হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের ২ টি গবেষক দল যৌথভাবে ইউরোপ থেকে আমেরিকায় ছড়িয়ে পড়া ভাইরাসের জিন বিশ্লেষণ করে তার জিনগত পরিবর্তন লক্ষ্য করেছেন। সেখানে দেখা যায় – D614G স্পাইক প্রোটিনের কারণে করোনা সমগ্র বিশ্বে মহামারীতে পরিণত হলেও পরবর্তীকালে জিনের গঠন বদলে গেছে G614 স্পাইক প্রোটিনে। এর ফল হিসেবেই করোনার সংক্রমণ বেশি ঘটলেও সেটার ভয়াবহতা কমতে শুরু করেছে। গবেষকদের দাবি -এখন করোনার শিকার হবে অনেক মানুষই কিন্তু সেই তুলনায় করোনার বলি আর খুব বেশি মানুষ হবে।
কলকাতাতেও এরকম দেখা যাচ্ছে বর্তমানে। মেডিডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস জানান -করোনা রুগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। কিন্তু আগে করোনা রুগী ভর্তি হলে বেশিরভাগ ক্ষেত্রেই যে পরিমান জটিলতা দেখা যেত এখন সিংহ ভাগ রুগীর ক্ষেত্রেই তা দেখা যাচ্ছে না। কিছুদিন আগেও করোনা রুগী মানেই ভেন্টিলেশন এবং অক্সিজেন ছিল মাস্ট ,কিন্তু এখন বেশিরভাগই জ্বর -সর্দি।
Highlights
১. করোনার সংক্রমণের গতি বাড়লেও তার ক্ষমতা ক্রমশই কমে আসছে।
২. জিনগত পরিবর্তনের সূত্রেই করোনার ভয়াবহতা কমছে।
৩. শারীরিক জটিলতাও আর তেমন দেখা যাচ্ছে না।
# Corona # Health