গালওয়ান নদীর জলে ভেসে গিয়েছে চীনা সেনার ঘাঁটি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, S. Datta Roy –   লাদাখের গালওয়ান উপত্যকায় ১৫ জুন রাতের সংঘর্ষের পরে একাধিকবার দুই দেশের মধ্যে বৈঠক হলেও এখনো তার কোনো সমাধান হয়নি। সূত্রের খবর -গালওয়ান নদীতে জলস্তর বেড়ে গেছে যার ফলে সমস্যায় পড়েছে দুই দেশের সেনাবাহিনী। ওই অঞ্চলের তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় হিমবাহের বরফ গলতে শুরু করেছে। আর সেই বরফ গলা জল নেমে আসছে গালওয়ান  নদীতে। খবর পাওয়া গেছে যে -সেই জলের তোড়ে বেশ কিছু চীনা সেনা ছাউনি ভেসে গেছে।

বর্তমানে প্যাংগং লেক ,ডেপসাং ,গালওয়ান ডিবিও ইত্যাদি অঞ্চলে দুই দেশের সেনাবাহিনীই অবস্থান করছে। জলের স্রোত যদি আরও বেড়ে যায় তাহলে দুই দেশের সেনাকেই শিবির সরাতে হবে। এমত পরিস্থিতিতে ভারত ও চীন আকাশপথে তাদের টহলদারি বাড়িয়েছে। ভারতীয় সেনা সূত্রে খবর -প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ভূ -খন্ডের ওপর দিয়ে মিগ্ ২৯ এবং সুখই ৩০ -র মতো যুদ্ধ বিমান নিয়মিত টহল দিচ্ছে। এছাড়া সীমান্তের কাছে উভয় দেশের আকাশপথে নজরদারি খুব সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে।

ইতিমধ্যে একটি প্রাইভেট সংস্থার তরফে প্রকাশিত একটি উপগ্রহ চিত্র থেকে দেখা গেছে -প্যাংগং লেক থেকে মাত্র ১৫৫ কিমি দূরে একটা জায়গায় চীন নতুন হেলিপ্যাড নির্মাণ করেছে। অন্যদিকে জানা গেছে -পাকিস্থান ডিফেন্সের ধারা বদল করেছে ,এটা ওরা করে কোনো টেনশনের মুহূর্তে। পাকিস্থান জঙ্গি ঢোকাতে চায়।

Highlights

১.  গালওয়ান নদীর জল উপচে পরে বেশ কিছু চীনা সেনা ছাউনি ভেসে গেছে। 

২.  প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ভূ -খন্ডের ওপর দিয়ে মিগ্ ২৯ এবং সুখই ৩০ -র মতো যুদ্ধ বিমান নিয়মিত টহল দিচ্ছে। 

ভারত – চীন   #  সীমান্ত সমস্যা   #  গালওয়ান  নদী 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন