Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্রে, রবিবার ভগবান সূর্যকে উৎসর্গ করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে রবিবার সূর্য দেবতার পুজো করলে সব ইচ্ছা পূরণ হয়। জ্যোতিষ শাস্ত্রেও সূর্যদেবকে কর্মজীবন, সাফল্য ও সম্মানের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছে। এমন পরিস্থিতিতে যাঁদের রাশিতে সূর্য উচ্চস্থ হয়ে বিরাজ করেন, তাঁরা তাঁদের জীবনে সর্বদা সাফল্য পান। যদি আপনার কর্মজীবনে সমস্যা থাকে তবে আপনি রবিবার এই প্রতিকার গুলি করতে পারেন।
১. আপনি যদি আর্থিক সীমাবদ্ধতার কারণে বিরক্ত হন তবে রবিবার একটি নতুন ঝাড়ু কিনে মন্দিরে চুপচাপ রাখুন। মনে রাখবেন এটা করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায়। এছাড়া রবিবার দরজার দুপাশে ঘি-র দুটি প্রদীপ জ্বালিয়ে রাখলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।
২. রবিবার তামা, মুসুর, গম এবং গুড় দান করা শুভ বলে মনে করা হয়। আপনার ঘরের উপাসনাস্থলে সূর্য যন্ত্রম স্থাপন করে যথাযথভাবে পুজো করুন।
৩. রবিবার ভোরে ঘুম থেকে উঠে পুজোর পর উদীয়মান সূর্যকে জল অর্পণ করতে হবে। রবিবার সূর্যের আরাধনা করলে চাকরি ও ব্যবসায় ভালো উন্নতি হয়।
৪. যদি আপনি আপনার কাজে বাধার সম্মুখীন হন, তবে রবিবার পুকুর বা হ্রদে আটার বল বানিয়ে মাছকে খাওয়ান। এতে সূর্যদেব প্রসন্ন হন।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।