Bangla News Dunia, S. Datta Roy – লাদাখের গালওয়ান উপত্যকায় ১৫ জুন রাতের রক্তক্ষয়ী সংঘর্ষের ৩ সপ্তাহ পর লাদাখের ৩ জায়গা থেকে চীনের সেনাবাহিনী সরতে শুরু করেছে। সূত্রের খবর -সোমবার গালওয়ান সংলগ্ন পিপি ১৪ থেকে প্রায় ২ কিমি পিছনে সরেছে চীনা সেনা। গালওয়ান ও সায়ক নদীর মোহনায় Y নালার কাছে ভারতের ভূ -খন্ডের ওপর থেকে অস্থায়ী সেনা ছাউনি সরিয়ে ফেলেছে চীন। ভারতীয় সেনারাও নিজেদের জায়গায় সরে এসেছে। দুই দেশের মাঝখানের ৮০০ মিটার অংশ বাফার জোন হিসেবে চিহ্নিত হয়েছে।
সরকারি বিবৃতি অনুযায়ী -ভারত চীন সীমান্তের পশ্চিম অংশে অশান্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আর সেখানে যত তাড়াতাড়ি সম্ভব সেনা প্রত্যাহার করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার বিষয়ে দুই দেশই একমত হয়েছে। ৩ বারের সেনা পর্যায়ের বৈঠক এবং প্রধানমন্ত্রীর লাদাখ সফরেও চীন সেনা সরায়নি এতটুকু। আর এখন ডোভালের সাথে ২ ঘন্টার আলোচনার পর চীন সেনা সরাতে রাজি হয়ে গেলো ? সূত্রের খবর -তাপমাত্রার জন্য হিমবাহ গলে গালওয়ান নদীতে জলস্তর অনেকটা বেড়ে গেছে ,আর তার ফলেই চীনা সেনার ছাউনি ভেসে গেছে।
এখন প্রশ্ন একটাই ,কি কারণে চীনা সেনা পিছু হটলো ?গালওয়ানে চীনা সেনা পিছু হটলেও প্যাংগং লেক সংলগ্ন অঞ্চলে চীনের সেনা একটুও সরেনি। এই অঞ্চলটি কৌশলগত ভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি জলস্তর বাড়ারও কোনো সম্ভাবনা নেই। চীনা সেনা ডিবিও ও ডেপসাং অঞ্চলে আছে এখনো। ফলে তারা ভারতের রাস্তা তৈরিতে সহজেই নজরদারি চালাতে পারবে। অর্থাৎ চীনা সেনা পুরোপুরি পিছু হটেছে একথা বলা যাবে না। গালওয়ান ,পিপি ১৫, পিপি ১৭ এলাকায় চীনা সেনার অপসারণ খুবই গুরুত্বপূর্ণ।
Highlights
১. সোমবার গালওয়ান সংলগ্ন পিপি ১৪ থেকে প্রায় ২ কিমি পিছনে সরেছে চীনা সেনা।
২. প্যাংগং লেক সংলগ্ন অঞ্চলে চীনের সেনা একটুও সরেনি।
৩. চীনা সেনা ডিবিও ও ডেপসাং অঞ্চলে আছে এখনো।
# চীনা সেনা # লাদাখ # গালওয়ান নদী