করোনার সংক্রমণ কি বাতাস থেকে ? জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, S. Datta Roy –    ৩২ টি দেশের ২৩৯ জন গবেষকের দাবি – বাতাসে এটি ক্ষুদ্র কণার   মাধ্যমেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, যেটাকে বায়ুবাহিত সংক্রমণ বলা হচ্ছে। অবশ্য হু এখনই  করোনাকে বায়ুবাহিত রাগ বলতে রাজি নয়। করোনা যদি সত্যি সত্যিই বায়ু বাহিত রোগ হয় তাহলে সামাজিক দূরত্বের ব্যাপারটা অর্থহীন হয়ে পড়বে। বিজ্ঞানীদের মতে -কোভিদ আক্রান্ত রুগীর কাশি বা হাঁচির সঙ্গে বেরোনো  কণা বাতাসে ভোর দিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে পারে।

এক্ষেত্রে গবেষকরা মনে করছেন -বাতাসে মিশে থাকা ওই ড্রপলেট শ্বাসের মধ্য দিয়ে শরীরে ঢুকলে যে কেউ করোনা সংক্রমিত হতে পারে। সম্প্রতি ‘ নিউ ইয়র্ক টাইমস ‘ -এ ওই গবেষকদের বক্তব্য প্রকাশিত হয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য -হাঁচি বা কাশির মাধ্যমে বেরোনো বড় ড্রপলেট -এর মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়। এই কণা নাটিতে পরে যায় দ্রুত ,বাতাসে ভেসে থাকতে পারে না। গত ২৯ জুন হু যে কোভিদ সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে -সেখানে বলা হয়েছে -ড্রপলেটের আকার ৫ মাইক্রোনের কম না হলে সংক্রমণ ছড়ানো সম্ভব না।

করোনা সংক্রমণ প্রতিরোধের ব্যাপারে হু শুরু থেকেই হাত ধোয়ার ওপরে বেশি জোর দিয়ে এসেছে। মেডিসিনের চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন – করোনা বায়ুবাহিত হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়ত। লকডাউনের মাধ্যমে আটকে রাখা যেত না। পক্স ,হাম ,টিবি  ইত্যাদির মতো করোনা হাওয়ায় ছড়ায় এমন কোনো নির্ভরযোগ্য প্রমান এখনো জানা যায়নি।

Highlights 

১.  বাতাসে এটি ক্ষুদ্র কণার   মাধ্যমেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। 

২.  বাতাসে মিশে থাকা ওই ড্রপলেট শ্বাসের মধ্য দিয়ে শরীরে ঢুকলে যে কেউ করোনা সংক্রমিত হতে পারে।

৩.  করোনা বায়ুবাহিত হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়ত।

করোনা   #  বায়ুবাহিত রোগ   # চিকিৎসা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন