মাটির নিচে সন্ধান মিললো আর এক পৃথিবীর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, S. Datta Roy –   সম্প্রতি চীনের চঙকিং প্রদেশে আবিষ্কার হয়েছে এমন একটি গুহা যার নিজস্ব আলাদা আবহাওয়ার ব্যবস্থা আছে। পৃথিবীর যেরকম আকাশ আছে ,আকাশে কুয়াশা -মেঘ ইত্যাদি আছে ঠিক তেমনি এই গুহার ভিতরেও আছে আলাদা আকাশ ,আর সেই আকাশে কুয়াশা এবং মেঘ আছে। এছাড়াও ওই গুহার মধ্যে পাহাড় ,খাল ,বিল সহ আরও অনেক কিছু আছে।

চিনে অবস্থিত এই গুহাটির নাম ‘ ইয়ার ওয়াং ডং ‘ .চঙকিং প্রদেশের লোকজন অনেক আগে থেকেই এই গুহাটি সম্পর্কে জানতো। স্থানীয় লোকজন ছাড়া বাইরের কেউ এই গুহার মধ্যে ঢুকতো না। গুহা অভিযাত্রীদের মতে -এর ভেতরে মেঘ ,বালুকণা ,জলীয় বাস্প আছে আর আবহাওয়াও অনেকটা শীতল এবং আদ্রতায় শীতল। গুহার ভেতরের খালটি খুবই ভয়ঙ্কর। এই খালের জলে যে তীব্র স্রোত আছে সেটা কাউকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। এই গুহার ভেতরে শ্বাস প্রশ্বাস নেওয়া খুবই কষ্টকর।

china

 

অভিযাত্রী দলটি এই গুহা দেখে অবাক ,গুহাটি প্রায় ৮২০ ফুট উঁচু। উপরের অংশ মেঘ ও কুয়াশায় ঢাকা ,ভেতরের জল নোনা স্বাদ যুক্ত। এখনো পর্যন্ত যত গুহা পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হল -হ্যাং সান ডং  যেটি ভিয়েতনামের লাওস সীমান্তে অবস্থিত।

Highlights

১.  চীনের চঙকিং প্রদেশে আবিষ্কার হয়েছে এমন একটি গুহা যার নিজস্ব আলাদা আবহাওয়ার ব্যবস্থা আছে।

২.  এই গুহার ভেতরে শ্বাস প্রশ্বাস নেওয়া খুবই কষ্টকর।

৩.  চিনে অবস্থিত এই গুহাটির নাম ‘ ইয়ার ওয়াং ডং ‘ 

চীন   #  গুহাটি  #  ইয়ার ওয়াং ডং

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন