ভুলেও ঘুম থেকে উঠে এই তিনটি কাজ করবেন না, অমঙ্গল হতে পারে

By Bangla news dunia Desk

Published on:

Sleep

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :-  কেনা চায় তার সারা দিনটি শুভ কাটুন। তবে আমরা আমাদের কিছু ভুলে নিজেদের দিন নিজেরাই খারাপ করি। তবে চলুন কি কি কাজ আপনি সকালে ঘুম থেকে উঠে করবেন না তা দেখে নেওয়া যাক —

সকালে ঘুম থেকে উঠে নিজের প্রতিবিম্ব দেখবেন না অথাৎ সকালে ঘুম থেকে উঠে আয়না দেখবেন না। আর ভুলেও এই কাজ করবেন না। বাস্তু শাস্ত্র মতে, এই কাজে নেতিবাচক এনার্জি তৈরি হয়। যা আমাদের অমঙ্গল ডেকে আনতে পারে। এখন থেকে এই স্বাভাবের বদল করুন।

niladri-misra

সকালে ঘুম থেকে উঠে ভালো কিছু দেখার চেষ্টা করুন। তবে সকালে ঘুম থেকে উঠে ডাস্টবিনের দিকে তাকাবেন না। দিনের শুরুতেই নোংরা দেখা উচিত নয়। এমনকি বাড়ির রান্না ঘরে জমে থাকা এঁটো বাসনও দেখবেন না। অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠেই অনেকে ঘর পরিষ্কার করেন। এই কাজ করা অনুচিত। এতে সংসারের অমঙ্গল ঘটতে পারে। এরই সাথে আপনার সারাদিন খারাপ যাওয়ার সম্ভাবনা থাকে।

 

সকালে ঘুম থেকে উঠে নিজের ছায়া না দেখাই ভালো। এরই সাথে ঘুম থেকে উঠে নিজের ছায়া মারাবেন না। জ্যোতিষ শাস্ত্র মতে, এই কাজ করা অশুভ। এতে নেতিবাচক এনার্জি তৈরি হয়। যা সকল উন্নতিতে বাধা দেয়।

সকাল শুরু করুন সঠিক ভাবে। সকালে ঘুম থেকে উঠে বিছানায় থাকতে বা বিছানা থেকে নেমে ঠাকুরের ছবি দেখুন, সূর্য প্রণাম করুন। ভগবানের আরাধনা করে আপনার দিন শুরু করুন। এতে আপনার দিন ভালো যাবে, সু-সময় ফিরে আসবে। এরই সাথে পারলে সকাল সকাল স্নান করে ভগবানের আরাধনা করুন।

আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211  ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন