Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাস্তু মতে কিছু বস্তুর উল্লেখ পাওয়া যায় যা, বাড়িতে ছড়িয়ে থাকা অশুভ ও নেতিবাচক শক্তিকে সমাপ্ত করে। চিনা বাস্তু শাস্ত্র অর্থাৎ ফেংশুইতেও বাড়িতে ব্যাপ্ত নানান শুভ-অশুভ শক্তির উল্লেখ পাওয়া যায়। ফেংশুই অনুযায়ী বাড়ি ও কর্মক্ষেত্রে পৃথক পৃথক পরিস্থিতিতে লাফিং বুদ্ধা রাখলে নেতিবাচক ও প্রতিকূল পরিস্থিতি দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। সুখ-সমৃদ্ধির পাশাপাশি অর্থ ও সম্পদ বৃ্দ্ধিতে সাহায্য করে লাফিং বুদ্ধা। দেখুন কিভাবে ?
১. আর্থিক মন্দা থাকলে, উন্নতির পথে বাধা এলে বাড়ি বা কর্মক্ষেত্রে দুই হাত ওপরে তুলে রাখা লাফিং বুদ্ধার মূর্তি স্থাপন করুন। পরিবারে অর্থ বৃদ্ধি হবে ও উন্নতি প্রশস্ত হবে। কখনও অর্থাভাব হবে না।
২. দুর্ভাগ্য পিছু না-ছাড়লে বাড়িতে শুয়ে থাকা লাফিং বুদ্ধার মূর্তি রাখুন। শীঘ্র জীবনে আনন্দের আগমন হবে ও সৌভাগ্য লাভ করবেন।
৩. জাতকের জীবনে অর্থাভাব রয়েছে বা কর্মক্ষেত্রে লোকসান হচ্ছে, তাঁরা টাকা ভরতি পুটলি হাতে রাখা লাফিং বুদ্ধার মূর্তি বাড়ি ও ব্যবসায়িক ক্ষেত্রে স্থাপন করুন। এর ফলে জীবনে কখনও অর্থাভাব থাকবে না।
৪. সন্তানের কারণে দুঃখী থাকলে বা সুখ থেকে বঞ্চিত হলে বাচ্চাদের মধ্যে বসে থাকা লাফিং বুদ্ধার মূর্তি রাখা উচিত। সন্তান সুখ লাভ করবেন এবং পরিবারে সুখ-সমৃদ্ধি, উন্নতির আগমন ঘটবে। মনস্কামনা পূরণ হয় এর ফলে।
৫. কারও ঘরে অশান্তি বা হতাশা থাকলে হাসতে থাকা লাফিং বুদ্ধার ছবি লাগানো উচিত। বাড়িতে সুখ-সমৃদ্ধি ব্যাপ্ত হবে ও আনন্দের পরিবেশ থাকবে।
৬. মানসিক কষ্টের শিকার জাতকরা ধ্যান মুদ্রায় বসে থাকা লাফিং বুদ্ধার মূর্তি রাখতে পারেন। বাড়িতে বা নিজের কাছেও এই মূর্তি রাখা যায়। এর প্রভাবে মানসিক দিক দিয়ে শক্ত থাকবেন। অবসাদ থেকেও মুক্তি লাভ করতে পারবেন।
৭. নৌকোয় বসে থাকা বুদ্ধা সমাজে মান-সম্মান, যশ, শক্তি ইত্যাদি প্রদান করে। লাফিং বুদ্ধাকে নিজের প্রধান কক্ষে রাখা উচিত। সমাজের প্রতিটি স্থানে মান-সম্মান লাভ করবেন ও অঢেল ধন-সম্পত্তি বৃদ্ধি হবে।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।