Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- হিন্দুদের শুভ কাজে কর্পূরের ব্যবহার ও গুরুত্ব অপরিসীম। পুজোয় আরতির সময় কর্পূর জ্বালিয়ে আরতি করার নিয়ম রয়েছে। শুভকাজে কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়। এতে পুজো সার্থক ও সফল বলেও মানা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে কর্পূর ঘরের পরিবেশকে পরিশুদ্ধ করে তোলে। সুখ-শান্তি, সুখ-সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পেতেও সাহায্য করে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে নিয়মিত কর্পূর পোড়ালে আর্থিক সমস্যাও দূর হতে পারে। জানুন বাস্তু শাস্ত্র মতে, ঘরের সব সমস্যা দূর করতে কর্পূর কীভাবে ব্যবহার করবেন —
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
১. জ্যোতিষ শাস্ত্র মতে, যদি আর্থিক সঙ্কটের সঙ্গে লড়াই করে থাকেন তবে অর্থ পেতে একটি গোলাপ ফুলের মধ্যে এক টুকরো কর্পূর রেখে দিন। সন্ধ্যের সময় ওই ফুল পুড়িয়ে দেবী দুর্গাকে নিবেদন করুন। ভীষণ উপকার পেতে পারেন।
২. ঠাকুর ঘরে কর্পূর রাখা শুভ বলে মনে করা হয়। পুজোর ঘরে কর্পূর রাখলে শক্তি সঞ্চারিত হয়, ঘরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন হয়, নেতিবাচক শক্তি দূরে চলে যায়।
৩. যদি আপনার বাড়িতে সুখ শান্তিতে থাকতে চান, তাহলে রাতে ঘুমানোর আগে একটি রূপার পাত্রে চার-পাঁচটি লবঙ্গ এবং এক-দুটি কর্পূর জ্বালিয়ে দিন। এতে ঘরে সুখ-শান্তি থাকবে, অর্থ-শস্যের অভাব হবে না।
৪. যদি আপনি প্রতিদিন সকালে স্নান করে পুজো করেন তবে অবশ্যই একটি কর্পূর জ্বালানো উচিত। ঘরের পরিবেশ বিশুদ্ধ করার পাশাপাশি অনেক সমস্যা থেকেও মুক্তি পাবেন। এছাড়া পুজোতেও প্রতিদিন কপূর ব্যবহার করুন।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।