Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দীর্ঘ ৬০০০ বছরে একবার। সম্প্রতি সৌরমন্ডলে এক নতুন ধুমকেতুর আবির্ভাব ঘটেছে। তার নাম নিউওয়াইস। এটি এতদিন সূর্যকে প্রদক্ষিণ করছিল। এবার একটু একটু করে পৃথিবীর উত্তর গোলার্ধের দিকে এগিয়ে আসছে এই ধুমকেতু। পৃথিবী থেকে এখন এর দূরত্ব প্রায় ২০ কোটি কিলোমিটার। এর আগে মে মাসে সোয়ান ধূমকেতুর দেখা মেলে মহাকাশে। জ্যোতির্বিদরা এর নাম রেখেছিলেন রাজহাঁস।
জ্যোতির্বিদরা জানাচ্ছেন, জুলাই থেকে আগস্ট মাস অব্দি ভারতের আকাশে জ্বলতে করতে দেখা যাবে এই ধুমকেতুকে। সন্ধ্যার পরে কিছু জায়গা থেকে অবশ্য দেখা যাচ্ছে এই ধূমকেতুকে। বিজ্ঞানীদের মতে, ১২-১৩ জুলাইয়ের পর “নিউওয়াইস”কে আরো স্পষ্টভাবে দেখা যাবে আকাশে। ২২-২৩ শে জুলাই পৃথিবীর সাথে সব থেকে কম দূরত্বে অবস্থান করবে এই ধুমকেতু। সেই সময় পৃথিবী থেকে ধূমকেতুর আলোতে আলোকিত দেখাবে রাতের আকাশ। এবার গেলে আবার দেখা মিলবে ৬,৮০০ বছর পর।
বিজ্ঞানীদের মতে দুরন্ত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে এই ধুমকেতু। মার্চ মাসে, ওয়াইল্ড ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার স্পেস টেলিস্কোপে প্রথমেই ধূমকেতুর খোঁজ মেলে। তখন সূর্য থেকে এই ধূমকেতুর দূরত্ব ছিল প্রায় সাড়ে চার কোটি কিলোমিটার। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ধূমকেতুর দুটো লেজ বর্তমান। একটি গ্যাসের অন্যটি ধুলোর লেজ। পাথর,গ্যাস এবং বরফ দিয়ে তৈরি এই ধূমকেতুর পরিধি প্রায় ৩০ কিলোমিটার। সূর্যের কাছাকাছি আশাতে ধূমকেতুর গ্যাস এবং বরফ উড়ে গেছে।
প্রসঙ্গত পৃথিবী থেকে ধূমকেতু দেখা মেলে খুব কম। বিজ্ঞানীদের মতে সুদূর মহাকাশের কোন এক তারামণ্ডল থেকে ছিটকে চলে আসে ধুমকেতু। তারপর মহাকাশের মধ্যেই দুরন্ত গতিতে ছুটে বেড়ায়। মাঝেমধ্যে পৃথিবীর বায়ুমন্ডলের সংস্পর্শে চলে এলে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় ধুমকেতু। আপাতত, পৃথিবীর আকাশ আলোকিত করবে নিউওয়াইস ধুমকেতু।
Highlights
1. দীর্ঘ ৬০০০ বছরে একবার
2. ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা
#Space # ধুমকেতু