Bnagla News Dunia, দীনেশ দেব :- বর্ষাকাল আসার সাথে সাথে বিভিন্ন সমস্যা ও নিয়ে আসে। এই বর্ষাকালে বিভিন্ন রোগব্যাধি দেখা যায়। এই সময় চুলের সমস্যা ও স্কিন ইনফেকশন ও দেখতে পাওয়া যায়। এই চুলের সমস্যার কারণে মানুষের মাথা থেকে মাত্রাতিরিক্ত চুল পড়ে যায়। ফলে মাথায় চুলের পরিমান কম হয়ে যায়। যার ফলে মানুষকে দেখতে খারাপ লাগে।
এই চুল পড়া ও বিভিন্ন চুলের সমস্যা থেকে বাঁচার জন্য কতনাই উপায় করে থাকে সকলে। কিন্তু তাতে বেশির ভাগ সময়ই কোনো ফল পাওয়া যায় না। বর্ষাকালে চুলের যত্ন নেওয়া খুবই কঠিন হয়ে থাকে , কারণ এই সময় বাতাসে আদ্রতার পরিমান খুবই বেশি থাকে। এতে চুল সব সময় ভেজা থাকে আর তার ফলেই চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে আর চুল উঠতে শুরু করে। এছাড়া স্ক্যাল্পে ইনফেকশন ও খুশকি এই সব তো রয়েছেই।
এই কারণেই বর্ষাকালে চুলের যত্ন নেওয়া খুবই জরুরি। চলুন বর্ষাকালে চুলের যত্ন নেবার কিছু ঘরোয়া টিপস জেনে নেওয়া যাক।
বর্ষাকালে চুল ভিজে থাকার কারণে চুলের গোড়া তৈলাক্ত হয়ে যায়। এই অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে সপ্তায়ে ২ থেকে ৩ বার শ্যাম্পু করুন ও চুল শুখিয়ে রাখার চেষ্টা করুন।
বর্ষাকালে বৃষ্টিতে ভিজলে চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এতে খুশকি ও উকুনের সমস্যা যেমন যাবে , তেমনই চুলে সংক্রমণের ঝুঁকি কম থাকবে। এছাড়া বর্ষাকালে চুল না বেঁধে খুলে রাখুন। এতে চুল তারা তারই শুখিয়ে যাবে।
বর্ষাকালে চুলে হেয়ার ডায়ার ব্যবহার না করাই ভালো হবে। চুলের যত্ন নিতে মাজে মাঝে নারকেল তেল লাগাতে পারেন বা সিরাম লাগাতে পারেন এতে চুলে জট পড়বে না।
Highlights :-
১. বর্ষাকালে চুল ওঠা ও চুলের বিভিন্ন সমস্যা দেখা যায়।
২. চুল ওঠা থেকে মুক্তি পেতে সবসময় চুল শুখনো রাখার চেষ্টা করুন।
৩. চুলের যত্ন নিতে সপ্তায় ২ থেকে ৩ বার শ্যাম্পু করুন।
৪. এই সময় চুলে নারকেল তেল বা সিরাম লাগান , এতে চুলে জট বাধবে না।
#hairlossproblem #hairloss #hairlosstreatment #hairfallproblem