ভারতে বড়সড় বিনিয়োগের ঘোষণা গুগলের , দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভারতে বড়সড় বিনিয়োগের ঘোষণা গুগলের। আজ সোমবার গুগলে প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই ঘোষণা করেছেন, ভারতের ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন। আর এই বিনিয়োগ করা হবে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে। ভারতের ডিজিটাল অর্থনীতির উন্নয়নের জন্য এই অর্থ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সোমবার গুগল ও আলফাবেটের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিন বিশ্বজুড়ে করোনা মহামারির আতঙ্কের সময় নতুন কর্মসংস্কৃতি চ্যালেঞ্জের কেমন হবে তা নিয়ে বিজনেস লিডারদের সঙ্গে আলোচনা করেন।

ওই আলোচনা শেষে সুন্দর পিচাই গুগল ফর ইন্ডিয় ষষ্ঠ বার্ষিক সংস্করণ শীর্ষক ভাষণ দেন। ভার্চুয়াল এই অনুষ্ঠানে সেই ভাষণ দিতে গিয়ে তিনি উল্লেখ করেন গুগলের গন্তব্য ভারতে। পাশাপাশি জানান, গুগল ১০ বিলিয়ন ডলার (৭৫ হাজার কোটি টাকা) ভারতে বিনিয়োগ করবে গুগল তা হবে আগামী আগামী ৫ থেকে ৭ বছরে।

গুগলে প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, সকল দেশবাসীর কাছে তাদের নিজস্ব ভাষায় তথ্য পৌঁছে দেওয়ার অবকাঠামো তৈরি, ভারতবাসীর চাহিদার মতো বিভিন্ন পণ্য তৈরিতে জোর দেবে গুগল। এছাড়াও, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা বৃদ্ধি ও ডিজিটাল অবকাঠামো তৈরিতে সাহায্য করা হবে।

গুগলের মতে, এই ইভেন্টটির লক্ষ্য ভারত যখন একটি নতুন ডিজিটাল ভবিষ্যতের দিকে যাচ্ছে, তখন তার হাতে সুযোগ দেওয়া উচিত।

Highlights

1. ভারতে বড়সড় বিনিয়োগের ঘোষণা গুগলের

2. ভারত যখন একটি নতুন ডিজিটাল ভবিষ্যতের দিকে যাচ্ছে

#Google #India

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন