Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চাকুরীপ্রাথীদের জন্য দুর্দান্ত খবর দিল PSC। করোনা পরিস্থিতির মধ্যে রাজ্য সরকার নিল এক নতুন পদক্ষেপ। এরই মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে। বিভিন্ন জেলার স্বাস্থ্য দপ্তরের শূন্য পদে কর্মী নিয়োগ পদ্ধতি শুরু হয়েছে, অবশ্যই সেটা করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য। পাবলিক সার্ভিস কমিশন এর আগে হয়ে যাওয়া পরীক্ষা গুলির সফল পরীক্ষার্থীদের নিয়োগ করা শুরু করে দিয়েছে, শুধুমাত্র তাই নয় আগামী দিনে নোটিশ জারি করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে পিএসসি বেশকিছু পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন বলে ঘোষণা করেছে। বহু পরীক্ষার্থী সেই দিনের অপেক্ষায় বসে আছে। ইতিমধ্যেই ২০১৮ সালে মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার ফল ঘোষণা করেছে কমিশন। এরপরে অনলাইনের মাধ্যমে তাদের ইন্টারভিউ নেয়া হবে বলে জানানো হয়েছে। এই প্রক্রিয়ায় গ্রুপ বি পদে দেড় হাজার কর্মী নিয়োগ করা হবে।
গত মার্চ মাসে যে মিসলেনিয়াস সার্ভিস লিখিত পরীক্ষা হয়েছে, এবছর সেপ্টেম্বর মাস নাগাদ তার ফলাফল ঘোষণা করা হবে। বর্তমান পরিস্থিতির জন্য জুলাই মাসেই ডব্লিউ বিসিএস এর গ্রুপ সি পদের পরীক্ষা শুরু করে দিয়েছে পিএসসি। কমিশন সূত্রে খবর, চলতি বছরে সংক্রমণের আশঙ্কা জন্য প্রত্যেক পরীক্ষায় অনলাইনে হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই পিএসসি ক্লার্কশিপ এর মেন পরীক্ষার দিন সেপ্টেম্বর মাস নাগাদ ঘোষণা করা হয়েছে । গত জানুয়ারি মাসে প্রিলি পরীক্ষা দেওয়া হয়েছিল, জুলাই মাসের সম্ভাব্য ফলাফল বেরোনোর কথা। সফল পরীক্ষার্থীদের এই বছরই পরীক্ষায় বসতে পারবে বলে ঘোষণা করা হবে। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
এছাড়া ডব্লিউবিসিএস ২০২০ এর মেন পরীক্ষা হবে এবছরের ডিসেম্বরে। আগামী বছরের পরীক্ষা হবে ৭ই ফেব্রুয়ারী ২০২১। বিশদে জানতে ক্লিক করুন অফিসিয়াল ওয়েবসাইট http://pscwbapplication.in/
Highlights
1. চাকুরীপ্রাথীদের জন্য দুর্দান্ত খবর দিল PSC
#PSC #WBCS