Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- এই সপ্তাহে স্ত্রীর সাথে কোনো প্রকার বিবাদ দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে। মায়ের মতো কোনো ব্যাক্তির সাথে আপনার বিবাদ দেখা দিতে পারে। এই সপ্তায় পরিশ্রমের ভালো ফল পাবেন। এই সপ্তায় আপনার নিজের কেউ বাইরে কাজে যাবার কারণে মন খারাপ হতে পারে। যারা সংগীত চর্চা করেন তাদের জন্য এই সপ্তাহটি শুভ।
বাড়তি খরচ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। যারা গবেষণার সাথে জড়িত তাদের জন্য শুভ সময়। প্রিয় জনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে। পরিবারের বড়দের নিয়ে চিন্তা ও খরচ বৃদ্ধি পেতে পারে। এই সপ্তায় আপনার কোনো মহিলা বা পুরুষের উপর দুর্বলতা আসতে পারে। কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি আসতে পারে। পরিবারের কোনো কাজের কারণে মাতা – পিতার মধ্যে অশান্তি।