Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভ্যাকসিনের সফল ক্লিনিক্যাল ট্রায়াল। গোটা বিশ্বে ভয়াবহ করোনা ভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন তৈরির জন্য লড়ে যাচ্ছেন। এরই মধ্যে শোনা গেল আরও একটি খুশির খবর। আমেরিকার গবেষণা সংস্থা মডের্না দাবি করল, তাঁদের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল সফল হয়েছে। আরও জানানো হয়েছে, আগামী ২৭ জুলাই এই ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা হবে। এই পরীক্ষা সফল হলেই ভ্যাকসিনটিকে অনুমোদনের জন্য পাঠানো হবে।
মডের্নার দাবি গত ১৬ মার্চ বিশ্বের প্রথম সংস্থা হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিন মানুষের শরীরে প্রয়োগ করে। প্রথম পর্যায়ে ৪৫ জন স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিনের ডাবল ডোজ দেওয়া হয়। তারা দাবি করেছে, প্রথম পর্যায়ের ট্রায়াল সফল হয়েছে। যাদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল, তাঁদের করোনা প্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় বেড়েছে, তাঁদের কারও শরীরেই তেমন গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। সামান্য মাথাযন্ত্রণা, বমিভাব, খিঁচুনি এবং ব্যাথা ছাড়া আর কোনও সমস্যাই দেখা যায়নি।
মডের্না আরো জানিয়েছে, আগামী ২৭ জুলাই তাঁরা ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু হবে। সাধারণ পরিবেশে মানুষের শরীরে এটি কতটা কার্যকর, তা খতিয়ে দেখা হবে। আমেরিকা সরকার এই ভ্যাকসিন নিয়ে আশাবাদী। আমেরিকা সরকার মডের্নাকে মোটা অঙ্কের অর্থ দিয়ে সাহায্য করেছে। অন্যদিকে মডের্নার আগে রাশিয়ার করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের সাফল্য দাবি করেছে। গত সপ্তাহে মস্কোর সেচেনভ বিশ্ববিদ্যালয় দাবি করেছে, মানব শরীরে করোনার ভ্যাকসিনের প্রয়োগ সফল হয়েছে।
এদিকে ভারতেও চলছে ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষা। এখন দেখার কবে মুক্তি মেলে করোনা থেকে।
Highlights
1. ভ্যাকসিনের সফল ক্লিনিক্যাল ট্রায়াল
2. এখন দেখার কবে মুক্তি মেলে করোনা থেকে
#ভ্যাকসিন #COVID