Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শতকের শেষে জনসংখ্যা অর্ধেক কমে যাবে। সম্প্রতি, একটি মেডিকেল জার্নাল দ্য লানসেট-র রিপোর্ট জানালো এক চাঞ্চল্যকর তথ্য। একটি আন্তর্জাতিক গবেষণার ফল হিসেবে জানা গেছে একশো বছরের মধ্যে পোল্যান্ড, থাইল্যান্ড, জাপান, স্পেন, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং পর্তুগাল সমেত পৃথিবীর কুড়িটি দেশের জনসংখ্যা প্রায় অর্ধেক হয়ে যাবে। গবেষকদের দাবি, ২১০০ সালে পৃথিবীর জনসংখ্যা থাকবে ৮৮০ কোটি। যা পৃথিবীর বর্তমান জনসংখ্যার থেকে প্রায় ২০০ কোটি কম।
করোনা আবহে লকডাউন চলাকালীন, বিশ্বের জনসংখ্যা নিয়ে গবেষণা চালায় ওই আন্তর্জাতিক সংস্থা। কয়েক মাস ধরে গবেষণা চালানোর পর গবেষকদের দাবি, আগামী ভবিষ্যতে জন্মহার কমবে বিশ্বের ওই দেশগুলিতে। বয়স্ক লোকের সংখ্যা অনেক বেশী বাড়বে। এই মুহূর্তে চীন বিশ্বের সর্ব বৃহৎ জনবহুল দেশ। এই মুহূর্তে চীনের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। গবেষকদের দাবি, আগামী ৮০ বছরের মধ্যেই চীনের জনসংখ্যা প্রায় ৬৭ কোটি কমে গিয়ে দাঁড়াবে মাত্র ৮০ কোটিতে। তবে, সাব সাহারান আফ্রিকান দেশগুলোতে বর্তমান শতাব্দীর শেষের দিকে জনসংখ্যা দাঁড়াবে ৩০০ কোটির কাছাকাছি। নাইজেরিয়া জনসংখ্যা হবে ৮০ কোটি এবং ভারতের জনসংখ্যা ১১০ কোটিতে নামবে।
তবে জনসংখ্যার হ্রাস নিয়ে খুব একটা চিন্তিত নন পরিবেশবিদরা। তাদের মতে এতে পৃথিবীর ধারণ ক্ষমতা অনেক বেশি বাড়বে। পাশাপাশি পরিবেশ দূষণ অনেক কমবে। ক্রিস্টোফার মুররে জানিয়েছেন, জনসংখ্যা কমে গেলে অনেক স্বস্তি বাড়বে পৃথিবীতে। এর ফলে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কমবে। মানুষ স্বাস্থ্যপোযোগী মুক্ত বাতাস গ্রহণ করতে পারবেন। পাশাপাশি খাদ্য উৎপাদনের উপর চাপ কমবে।
২১০০ সালে , পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা কমে যাবে প্রায় ৪০ শতাংশ। ফলে, বর্তমান ৬৮ কোটি দশ লক্ষ শিশুর সংখ্যা কমে হবে ৪০ কোটি ১০ লক্ষ। ৬৫ বছর বয়সিদের সংখ্যা হবে ২৩৭ কোটি। ৮০ বছর বয়সী ব্যক্তির সংখ্যা ১৪ কোটি থেকে ভবিষ্যতে বেড়ে দাঁড়াবে ৮৬ কোটি ৬০ লক্ষ। ফলে বোঝাই যাচ্ছে, বিশ্বের জনসংখ্যা এই শতাব্দীর শেষে অনেকটাই কমে যাবে। যা অবশ্যই পরিবেশের পক্ষে মঙ্গল।
Highlights
1. শতকের শেষে জনসংখ্যা অর্ধেক কমে যাবে
2. যা অবশ্যই পরিবেশের পক্ষে মঙ্গল
#Population