এবার পাকিস্তান বর্ডারে ক্ষেপণাস্ত্র মোতায়েন ভারতের

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- চীনের সাথে টান টান উত্তেজনার মধ্যেই পাকিস্তান বর্ডারে ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিলো ভারত। ভারতের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেবার পিছনে যে কারণ বলে মনে করা হচ্ছে , সেটা হলো কোনো কারণে যদি চীনের সাথে যুদ্ধ লাগে তবে পাকিস্তান ও সেই যুদ্ধে চীনের হয়ে অংশ গ্রহণ করবে। তাই চীনা বর্ডারের সাথে সাথে পাকিস্তান বর্ডারেও ক্ষেপণাস্ত্র মোতায়েন প্রয়োজন।

এই প্রয়োজনের কথা মাথায় রেখেই চীনের সাথে সাথে পাকিস্তান সীমান্তেও ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চলেছে ভারতীয় সেনা। ভারতীয় সেনা রাজস্থানের দুটি গ্রামে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চলেছে। অত্যাধুনিক এই ব্যালেস্টিক মিসাইলের সাহায্যে ভারত পাকিস্তানের থেকে আশা যে কোনো মিসাইল বা যুদ্ধ জাহাজকে মাটিতে মিশিয়ে দিতে পারে।

missile defence system of india

এই ব্যাবস্থার মাধ্যমে আকাশের ১৫ থেকে ২০ কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে চোখের নিমিষে ভুমিষ্ট করবে এই মিসাইল। ভারত দেশীয় প্রযুক্তিতে এই মিসাইল তৈরি করেছে। আর এই মিসাইলের জন্য তৈরি রেডার ইজরায়েলের সাথে যৌথ উদ্যোগে তৈরি করেছে ভারত।

ভারতের তরফ থেকে আগামী দিনে সমস্ত পাকিস্তান বর্ডারে এই রকম মিসাইল ডিফেন্স সিস্টেম বসানো হবে বলে জানা গেছে। এই মিসাইল ডিফেন্স সিস্টেম লাগাবার কারণে সমস্ত পাকিস্তান বর্ডার সুরক্ষিত হবে। এমনকি পাকিস্তানের থেকে কোনো বিমান বা মিসাইল ভারতের সীমানায় ঢুকলেই সাথে সাথে ভুমিষ্ট হবে।

Highlights:- 

1. পাকিস্তান বর্ডারে ক্ষেপণাস্ত্র মোতায়েন ভারতের

2. আকাশের ১৫ থেকে ২০ কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে চোখের নিমিষে ভুমিষ্ট করবে এই মিসাইল

#mishile #pakistan #china

Bangla news dunia Desk

মন্তব্য করুন