JNU ইউনিভার্সিটিতে CPIM ছাত্র পরিষদের ধর্ণা প্রদর্শনে হঠাৎ হাজির দীপিকা পাডুকোন !

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- মঙ্গলবার রাতে JNU ইউনিভার্সিটির ক্যাম্পাসে CPIM এর ছাত্র পরিষদের ধর্ণা প্রদর্শনে হঠাৎতই  হাজির  হন দীপিকা পাডুকোন। এর আগে অবশ দীপিকা পাডুকোনকে কোনো রাজনৈতিক প্রদর্শনে দেখা যায়নি। এই প্রথম তাকে এমন প্রদর্শনে দেখা গেলো। এই প্রদর্শনে CPIM এর বড় বড় নেতারা হাজির ছিলেন এছাড়া হাজির ছিলেন কানাইয়া কুমার ও।

তবে দীপিকা পাডুকোনের এই ধর্ণা প্রদর্শনে হাজির হবার পিছনে , এই শুক্রবার তার নতুন বই রিলিজ হবে যার নাম ” ছাপাক ” – এই বইয়ের ফ্রি প্রমোশন এই ধর্ণা প্রদর্শন মঞ্চের থেকে ভালো কোথায় হতে পারে এই ভেবেই হয়তো তিনি এই ধর্ণা প্রদর্শনে হাজির হয়েছেন। কারণ , এই প্রদর্শনে দেশের সমস্ত বড় বড় মিডিয়া চ্যানেল থাকবে আর তার মাধ্যমেই তিনি ফ্রীতে তার মুভির প্রমোশন করতে পারবেন।

Deepika Padukone

JNU ইউনিভার্সিটিতে দুদিন আগে কয়েকটি মুখোশ পড়া লোক ঢুকে কিছু ছাত্র ও ছাত্রীকে মারে। আর এর প্রতিবাদেই CPIM এর ছাত্র পরিষদ এই আন্দোলন শুরু করে। তবে ABVP ছাত্র পরিষদের দাবি CPIM ছাত্র পরিষদের লোকেরাই এই হামলা করেছে। আর এই হামলার প্রতিবাদ দিল্লি থেকে মুম্বাই , হায়দ্রাবাদ ও কলকাতা পর্যন্ত পৌঁছে গেছে।

কোলকাতার যাদবপুর ইউনিভার্সিটির CPIM এর ছাত্র পরিষদের ছাত্র ছাত্রীরা আজ আন্দোলন করে। এছাড়া গুজরাটের আমেদাবাদে ABVP ছাত্র পরিষদের উপর কংগ্রেসের ছাত্র পরিষদের ছাত্ররা হামলা করে।

[ আরো পড়ুন:– পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দীপিকা ও রণবীর কি বলেন জানুন ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন