টিকটকের মালিকানা যেতে পারে আমেরিকার হাতে

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia, অজয় দাস :- টিকটক একটি চীনা এপ্লিকেশন এটা আমরা সকলেই জানি। ভারতের সাথে চীনের সীমান্ত বিরোধিতার কারণে ভারত সরকার চীনের ৫৯ টি এপ্লিকেশন বন্ধ করে দিয়েছে। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আপ্প টিকটক ও রয়েছে। ভারতের এই সিদ্ধান্তের পর আমেরিকাও চীনের এই জনপ্রিয় এপ্পটি বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে।

আমেরিকা থেকে এমন খবর আসার পরেই এই চীনা কোম্পানি নড়েচড়ে বসে। কারণ যদি আমেরিকা এই এপ্পটি তাদের দেশে ব্যান করে তবে তার দেখা দেখি বিশ্বের আরো অনেক দেশ এই চাইনিস এপ্পটি ব্যান করতে পারে। সেই ভয় পাচ্ছে এই চীনা কোম্পানি।

ভারতে টিকটক ব্যান করার পর এই চীনা কোম্পানি তাদের হেড অফিস চীন থেকে সরিয়ে সিঙ্গাপুর স্থানতড়িত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সিদ্ধান্ত কার্যকর করার আগেই আমেরিকার তরফ থেকে এমন খবর আশায় তাদের চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে।

তাই এই চীনা কোম্পানি টিকটক আমেরিকায় ব্যান হবার থেকে বাঁচতে আমেরিকায় তাদের হেড অফিস স্থানতড়িত করার চিন্তা ভাবনা করছে। এমনকি কোনো আমেরিকান কোম্পানির সাথে মিলিত ভাবে টিকটক তাদের ব্যবসা চালাতে পারে।

আমেরিকায় যদি তাদের হেড অফিস করা হয় তবে ভারত টিকটকের উপর যে ব্যান লাগিয়েছে তা ও সরাতে টিকটকের বেশি সময় লাগবে না। কারণ ভারতের সাথে আমেরিকার সম্পর্ক বন্ধু ভাবাপন্ন।

Highlights :- 

১. টিকটকের মালিকানা যেতে পারে আমেরিকার হাতে 

২. টিকটক আমেরিকায় তাদের হেড অফিস খুলতে পারে। 

৩. আমেরিকার কোনো কোম্পানির সাথে যৌথ ভাবে ব্যবসা চালাতে পারে টিকটক।

#tiktok #amarica #china #india

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন