করোনা নিয়ে মোদিকে তোপ দাগলো ইমরান !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- করোনা নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে তোপ দাগলো ইমরান খান। ইমরান খান তার টুইটে দাবি করেন , পাকিস্তান বিশ্বের এমন একটি দেশ যে সৌভাগ্যবান , যার ইনটেনসিভ কেয়ার এ করোনা মৃতের সংখ্যা কমেছে। যা হয়নি আমাদের দুর্ভাগা প্রতিবেশী ভারতের। ইমরান খানের এই টুইট দেখেই বোঝা যায় তিনি রাজনীতিতে এখনো কতটা কাঁচা। এমনকি তার বুদ্ধি ও যে একজন বাচ্চার মতো তার টুইট দেখে তাই মনে হয়।

তিনি তার ও তার প্রশাসনের গুনগান করতেই ব্যাস্ত। ইমরান খান নিজের প্রসংশা নিজে ভালোই করতে পারেন। ইমরান খানের এই টুইট দেখে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। যেখানে বিশ্বের ধনী ব্যাক্তিদের মধ্যে অন্যতম বিল গেটস থেকে শুরু করে বিশ্বের তাবড় তাবড় লোকেরা এমনকি বিশ্বের অনেক দেশ ও WHO করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রসংশায় পঞ্চমুখ। সেখানে ইমরান খানের এমন টুইট।

Imran Khan

করোনা পরিস্থিতি সামাল দেবার জন্য আগেই ইমরান খান বিশ্বের কাছে টাকা সাহায্য চেয়েছে। এমনকি ইমরান খান তার দেশে লক ডাউন লাগাতে ও রাজি হননি , কারণ হিসাবে তিনি বলেন লক ডাউন করলে পাকিস্তানের মানুষ না খেয়ে মারা যাবে। পাকিস্তানের বিভিন্ন হাসপাতাল থেকে ডাক্তার ও নার্সদের বিক্ষোপের ছবি আমরা সকলেই দেখেছি তাতে ইমরান খানের উপর আঙ্গুল ও তুলেছে বিরোধীরা।

imran khan , pakistan cricket board

পাকিস্তানের বিরোধীদের দাবি সঠিক পরিমানে করোনা টেস্ট না হবার কারণে সঠিক সংখ্যা বাইরে আসছে না। যদি সঠিক পরিমানে করোনা টেস্ট করা হয় তবে পসিটিভ কেস আরো বাড়বে। বিরোধীদের দাবি তিনি নিজের দেশের জনতার ধ্যান হাটবার জন্য ভারতের উপর এমন কথা বলছে।

Headline:- 

১. করোনা নিয়ে মোদিকে তোপ দাগলো ইমরান

২. ইমরান খানের টুইট দেখে তার উপর আঙ্গুল  তুলেছে পাকিস্তানের বিরোধী দলরা।

#imrankhan #corona #virus #pakistan 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন