Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আবিষ্কার হলো বজ্রপাত সতর্কীকরণ অ্যাপ। প্রযুক্তির ব্যবহারে কি না সম্ভব! এবার বজ্রপাতের প্রহারের হাত থেকে রাজ্যের মানুষকে রক্ষা করতে সেই প্রযুক্তি নিয়ে এলো এক নতুন অ্যাপ্লিকেশন, দামিনী। অসচেতনতা বশত প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে বহু মানুষের প্রাণ যায়। কিন্তু একটু আগে থেকেই যদি আঁচ করে নেওয়া যায় বিপদের কথা, তাহলেই বহু মানুষের প্রাণ বেঁচে যায়। এই চিন্তা ভাবনা থেকেই দামিনী-র উদ্ভব।
বেশ কিছু বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ এবছর যেন বেশি চোখ রাঙাচ্ছে ভারতে। একদিকে করোনা মহামারী, অপরদিকে ঘূর্ণিঝড় আমফান-নিসর্গ। বর্ষার আগমনের সাথে সাথেই বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি আরম্ভ হয়েছে দেশের নানা প্রান্তে। এই পরিস্থিতিতে প্রায়ই বজ্রাঘাতে মৃত্যু হচ্ছে বহু মানুষের। হিসেব বলছে, বিহার এবং ছত্রিশগড়ে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে, বজ্রাঘাতে মৃতের সংখ্যা সব থেকে বেশি।
আবহাওয়াবিদদের মতে, প্রতিবছর ভারতে বজ্রাঘাতে মারা যান প্রায় কয়েক হাজারের কাছাকাছি মানুষ। তবে এই বছরে সব থেকে বেশি সংখ্যক মানুষ বজ্রাঘাতে মারা গেছেন। এমনও হয়েছে, যে একই জায়গায় পর পর কয়েক দিন ধরে আচমকা বজ্রপাত ঘটেছে। তাই, প্রযুক্তিবিদরা মানুষের প্রাণ বাঁচাতে আবিষ্কার করে ফেলেছেন দামিনীকে।
কিন্তু কিভাবে বাঁচাবে দামিনী অ্যাপ বজ্রাঘাতের হাত থেকে মানুষের প্রাণ? এ প্রশ্নের উত্তর দিয়েছেন আবহাওয়াবিদ সঞ্জয় ভেলাবে, বজ্রপাতের সম্ভাবনা যুক্ত এলাকাতে বজ্রপাতের ঠিক আধ ঘণ্টা আগে অ্যাপব্যবহারকারীর মোবাইলে সতর্কীকরণ নোটিফিকেশন পৌঁছে দেবে “দামিনী”। প্লে স্টোরে পাওয়া যাচ্ছে “দামিনী”। সেখান থেকে ডাউনলোড করে, প্রয়োজনীয় তথ্যাদি যেমন নাম, ফোন নাম্বার এবং এলাকা দিয়ে লগইন করলে “দামিনী” হাজির আপনার প্রাণ রক্ষায়।
Highlights
1. আবিষ্কার হলো বজ্রপাত সতর্কীকরণ অ্যাপ
2. প্রযুক্তি নিয়ে এলো এক নতুন অ্যাপ্লিকেশন, দামিনী
#Tech #দামিনী