তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান , বাড়ছে উদ্বেগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান। শুক্রবার সকালে একবার ভূকম্পন অনুভব করেছিলেন আন্দামানের বাসিন্দারা। এরপর এদিনই সন্ধের সময় আবারও দুবার ভূমিকম্পে কেঁপে উঠেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফ থেকে জানা গেছে, শুক্রবার সকাল ১১.৭ মিনিট নাগাদ ৪.৮ ম্যানিটিউড ভূকম্পন মাত্রায় ভূমিকম্প হয়েছে আন্দামানে। কিন্তু সন্ধ্যেবেলায় ভূমিকম্পের জোর ছিল অনেকটাই বেশি। সন্ধ্যেবেলার ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.১।

ভূ-বিজ্ঞানীদের মতে, আন্দামানে এদিনের ভূমিকম্পের উৎস স্থল ছিল আন্দামান সাগরে, রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ২৩৯ কিলোমিটার দূরে। সন্ধ্যেবেলায় প্রথম ভূমিকম্পটি হয়, ৬.৫৯ মিনিট নাগাদ। এরপরই আধ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ভূমিকম্পটি হয় ৭.৩৩ মিনিটে। তবে এই ভূমিকম্পের মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি বলে জানা গেছে। তবে পরপর এই ভূমিকম্পে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়েছে।

Aamfan

উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে এই নিয়ে প্রায় ৬ বার কেঁপে উঠল আন্দামান। এর আগে, ৮ই জুলাই, ১৩ই জুলাই এবং গত মাসের ১০ই জুন আন্দামান মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে। কিন্তু বিগত কয়েক মাস ধরেই ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে আন্দামানে। হলে উদ্বেগ বাড়ছে ভূ-বিজ্ঞানীদের। ধানবাদ আইটিআই সিসমোলজি বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, বিগত দু’বছর ধরে এই নিয়ে প্রায় ৭২ বার ভূকম্পন অনুভূত হয়েছে আন্দামানে।

এরমধ্যে রিখটার স্কেলে ৪-৫ ভূকম্পন মাত্রার ভূমিকম্প হয়েছে প্রায় ৬৪ বার। ৫ ম্যানিটিউড ভূকম্পন মাত্রায় আন্দামান কেঁপেছে আটবার। এই অঞ্চলে বারবার ভূমিকম্প নিয়ে, বেশ উদ্বিগ্ন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি”র বিজ্ঞানীরা। কারণ, একের পর এক ছোট মাত্রার ভূমিকম্প ভবিষ্যতে আরো বেশি মাত্রার ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত দেয়।

Highlights

1. তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান

2. দু’বছর ধরে এই নিয়ে প্রায় ৭২ বার ভূকম্পন অনুভূত হয়েছে 

#Earth #quake

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন