Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :-
রাহু + বৃহস্পতি = গুরুচন্ডাল দোষ।
বৃহস্পতি = গুরু।।
রাহু= চন্ডাল।।
জ্যোতিষের মতে জন্মছকে রাহু বৃহস্পতি যুক্ত হলে বা রাহু বৃহস্পতির থেকে ৫মে বা ৯মে থাকলে একটি যোগ সৃষ্টি হয়, একে গুরুচন্ডাল দোষ বলে।।
নাম শুনেই মনে হয় যে এই যোগ হয়তো ততটা শুভ নয়, কিন্তু এর কুপ্রভাবের সাথে সাথে কিছু সুপ্রভাব ও আছে।।
দেখা যাক, মহর্ষি ভৃগু এ ব্যাপারে কি বলেছেন!
কু-প্রভাব গুলি কি কি
১) এই যোগে জাতকের আয়ু কমে যায়।।
হাঁপিয়ে পড়তে হয় যে সব কাজে সেইসকল কাজ (যেমন দৌড়ানো) কে avoid করাই ভাল।।
হাঁ করে ঘুমানো এ যোগের কুপ্রভাব কে আরো বাড়িয়ে দেয়।। (প্রতিকার, বিধর্মী বা আউট কাস্টের ঘরে বসে খাদ্য গ্রহণ করা)
২) কুসঙ্গে এরা পড়বেই, বিশেষত ১৪ থেকে ২৪ বছর এই সময় এদের জীবনের turning point.
৩) ব্যাক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ কেউ করুক তা এরা কখনোই মেনে নেবে না।।
সন্তানেরা বড়দের কথা শোনেনা কেন, তার কারনগুলির মধ্যে একটি হল এই যোগ।।
৪) জন্ডিস, ফ্যাটি লিভার, অর্শ ,গ্যাসট্রিক সমস্যা।।
শুভ-প্রভাব গুলি কি কি
যতই কুপ্রভাব থাকুক, এর সুপ্রভাব এর কথা শুনলে মন আপনিই ভাল হয়ে যাবে।।
১) এইসব জাতক বা জাতিকার ক্যারিআর ভাল হয়, শুধু দরকার হয় একটু প্রপার guidance এর। Proper guidance পেলে-যে রাহু বাল্য জীবনে জাতক জাতিকাকে গোল্লায় নিয়ে গিয়েছিল সেই রাহুই ভবিষ্যৎ জীবনে এদের কে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবেই এতে কোন সন্দেহ নেই।।
যখন বৃহস্পতি রাহুর দ্বারা বা কেতুর দ্বারা দৃষ্ট হয় ,তখন এই গুরুচন্ডাল যোগ সৃষ্টি হয়।।
এক্ষেত্রে বৃহস্পতির ক্ষমতা কম থাকলে বা বৃহস্পতি দুর্বল হলে এই দোষের প্রভাব বেশি হয়।।
বিভিন্ন ভাবে বা ঘরে গুরু চন্ডাল দোষের প্রভাব কি হতে পারে জেনে নিন :-
লগ্নে :- চরিত্র ঠিক থাকে না, আত্মকেন্দ্রিক, স্বার্থপর।।
দ্বিতীয়ে :- আর্থিক বিপর্যয়, সাংসারিক বা পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি।।
তৃতীয়ে :- খুব সাহসী ও জন্ম থেকে চালকের আসনে, কর্কশ কথাবার্তা, বিতর্কিত ব্যক্তিত্ব।।
চতুর্থে :- অপরের দ্বারা অনায়াসে কিছু উপলব্ধি করা, পারিবারিক অশান্তি।।
পঞ্চমে :- সন্তান হওয়াতে সমস্যা বা সন্তানের থেকে সমস্যা।।
ষষ্ঠ :- অন্য ধর্ম গ্রহণ করা বা শত্রু বৃদ্ধি ও পারিবারিক সমস্যা।।
সপ্তমে :- সাংসারিক বা বৈবাহিক জীবনে অশান্তি। ব্যবসায় সমস্যা।।
অষ্টমে :- চোট, দুর্ঘটনা, জীবনে জটিলতা।।
নবমে :- পিতার সঙ্গে বির্তক, উচ্চশিক্ষায় সমস্যা।।
দশমে :- মানসিক দৃঢ়তা কম। কর্মক্ষেত্রে জটিলতা, সম্মানহানি।।
একাদশে :- অসৎ উপায়ে আয়। প্রচুর সম্পত্তি অল্প সময়ে, কিন্তু হঠাৎ পতন।।
দ্বাদশে :- অদ্ভুত ভাবে আধ্যাত্মিকতায় প্রবেশ। অদ্ভুত চিন্তাধারা।
গুরুচন্ডাল দোষর প্রতিকার :-
১) প্রত্যহ ধ্যান, যোগা অভ্যাস করা, সকাল ও সন্ধ্যায়।।
২) শুদ্ধ ও নিরামিষ খাবার গ্রহন করা।।
৩) কুকুরকে নিজ হাতে ভক্ষণ করানো।।
৪) ধর্ম, পুজো-পাঠ প্রভৃতিতে বেশি করে নিজেকে ব্যস্ত রাখা।।
৫) গুরুমন্ত্র একশো আটবার বা বৃহস্পতির জপ করা।
—————————————————————————–
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন………….
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
যোগাযোগ :- 9093476035 , 8906174912