এই উপসর্গগুলি প্রায় ৯৬ শতাংশ করোনা রোগীর মধ্যে দেখা যায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এই উপসর্গগুলি প্রায় ৯৬ শতাংশ করোনা রোগীর মধ্যে দেখা যায়। বিশ্বজুড়ে কার্যত করোনা মহামারীর ত্রাস চলছে। প্রায় আট মাস ধরে করোনা জর্জরিত পৃথিবী। কবে বেরোবে ভ্যাকসিন, জানা নেই। তার মধ্যেই ঘনঘন নিজের চরিত্র বদলাচ্ছে করোনা ভাইরাস। নিত্য নতুন উপসর্গ নিয়ে হাজির হচ্ছে করোনা ভাইরাস। দিন দিন যেন শক্তিশালী হয়ে আক্রমণ চালাচ্ছে বিশ্ববাসীর উপর। করোনা সংক্রমণে জ্বর, সর্দি, কাশির মতো একাধিক উপসর্গ চিহ্নিত করলো মার্কিন স্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন

corona-treatment

সম্প্রতি একটি সমীক্ষার উপর ভিত্তি করে সিডিসি জানাচ্ছে, করোনা রোগীদের মধ্যে প্রায় জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ প্রায় ১২ টি উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে। এরমধ্যে প্রায় ৯৬ শতাংশ রোগীর দেহে জ্বর সর্দি এবং শ্বাসকষ্টের উপসর্গ মিলেছে। সিডিসির রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রোগ সংক্রমণের ৭ থেকে ১৪ দিনের মধ্যে রোগীর জ্বর আসছে। জ্বরের তাপমাত্রা থাকছে ১০০ ডিগ্রির উপর। তিন দিনের বেশি সময় ধরে জ্বর থাকছে শরীরে। এর সাথে আনুষঙ্গিক কিছু উপসর্গ কাশি , গলা ব্যাথা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস অব্দি রোগীদের পর্যবেক্ষণ করেছেন তারা। আক্রান্ত রোগীদের প্রায় ৪৫ শতাংশের দেহেই জ্বর, সর্দি এবং শ্বাসকষ্টের লক্ষণ একসাথে প্রকাশ পেয়েছে। ৮০ শতাংশ করোনা সংক্রমিতের দেহে বিশেষ কোনো উপসর্গ না থাকলেও ঘন ঘন শুকনো কাশি ছিল। এছাড়াও অন্যান্য উপসর্গ হিসেবে ঘন ঘন নাক দিয়ে জল পড়া, বমি বমি ভাব এবং ডায়রিয়ার মত উপসর্গ মিলেছে বেশকিছু আক্রান্ত ব্যক্তির দেহে। তবে সিডিসির এই সমীক্ষার বিরুদ্ধে সওয়াল করছেন অনেকেই। তাদের দাবি, মার্কিন প্রদেশের কিছুটা অঞ্চলের উপরে ভিত্তি করেই এই সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

Highlights

1. এই উপসর্গগুলি প্রায় ৯৬ শতাংশ করোনা রোগীর মধ্যে দেখা যায়

2. তবে সিডিসির এই সমীক্ষার বিরুদ্ধে সওয়াল করছেন অনেকেই

#COVID #Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন