মাত্র ১০ টাকায় LED বাল্ব ! শুরু হচ্ছে নতুন কর্মসূচি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মাত্র ১০ টাকায় LED বাল্ব ! পাবলিক সেক্টর এনার্জি এফিশিয়েন্সি সার্ভিসেস লিমিটেড খুব শীঘ্রই গ্রামীন উজালা নামে একটি নতুন কর্মসূচি তৈরি করতে চলেছে। যা গ্রামের মানুষের বিলে অনেকটাই সাশ্রয় হবে আর মানুষের অর্থ সঞ্চয় বাড়ানো যাবে। সঞ্চয় হবে শক্তির। ইইএসএলের পরিচালক সৌরভ কুমার বলেন,  গ্রামে পরিবার প্রতি ১০ টাকা দামে ৩ থেকে ৪ টি এলইডি বাল্ব বিতরণ করা হবে। সারা দেশে প্রায় ১৫ কোটি গ্রামীণ পরিবারের মধ্যে এলইডি বাল্ব বিতরণ করা হবে।

বিদ্যুৎ মন্ত্রকের অধীনে এনটিপিসি, পিএফসি, আরইসি এবং পাওয়ারগ্রিডের যৌথ উদ্যোগ সংস্থা ইইএসএল-এর প্রকল্পের আওতায় প্রায় ৫০ কোটি এলইডি বাল্ব বিতরণ করা হবে। এটি ১২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে, আর কার্বন নিঃসরণ বছরে পাঁচ মিলিয়ন টন হ্রাস পাবে। ইতিমধ্যে উজলা প্রোগ্রামের আওতায় বাল্ব প্রতি ৫০ কোটি টাকা হারে ৩৬ কোটি টাকারও বেশি এলইডি বাল্ব বিতরণ করেছে। তবে এই গুলির মধ্যে মাত্র ২০ শতাংশ গ্রামাঞ্চলে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সারা দেশে গ্রামে ৫০ কোটি উচ্চমানের এলইডি বাল্ব বিতরণ করলে গ্রাহকদের বিদ্যুতের বিল বার্ষিক ২৫,০০০ থেকে ৩০,০০০ কোটি টাকা সাশ্রয় হবে এবং ১২,০০০ মেগাওয়াট বিদ্যুতের সর্বাধিক চাহিদা হ্রাস পাবে। কার্বন নিঃসরণ বছরে পাঁচ কোটি টন হ্রাস পাবে। এছাড়াও, এলইডি বাল্বগুলির চাহিদা বাড়ার সাথে সাথে বিনিয়োগও বাড়বে। এনার্জি সেভিং টিউব লাইট ও ফ্যানও পাওয়া যাবে।

Highlights

1. মাত্র ১০ টাকায় LED বাল্ব !

2. কার্বন নিঃসরণ বছরে পাঁচ কোটি টন হ্রাস পাবে

#LED #Energy

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন