Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জল চেয়ে পান করলো ছোট্ট কাঠবিড়ালি। সমস্ত প্রাণী এবং উদ্ভিদ কুল জল ছাড়া অচল। বহু আগে গবেষণায় জানা গেছে, একজন ব্যক্তি তারা একমাস খাবার না খেয়ে থাকতে পারে, কিন্তু জল ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে মাত্র ১০ দিন। জলের একমাত্র মর্যাদা তারাই বুঝতে পারে যাদের মোটা টাকার বিনিময়ে জল কিনে খেতে হয়। ছোটবেলা থেকেই আমাদের শেখাতে হয় জল অপচয় করা উচিত নয়। সামান্য একদিন যদি বাড়িতে জল না আসে তাহলেই আমরা দিশেহারা হয়ে যাই।
একটি তৃষ্ণার্ত কাঠবিড়ালির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কাঠবিড়ালিটি একটি যুবকের থেকে জল চাইছে। যুবক এবং যুবতী রাস্তায় দাঁড়িয়ে ছিল জলের বোতল হাতে নিয়ে। এটি কাঠবিড়ালি অনেকক্ষণ তাদের আশেপাশে ঘোরাঘুরি করছিল। প্রথমটায় তারা কাঠবিড়ালির আসল উদ্দেশ্য বুঝতে পারেনি। কিন্তু কিছুক্ষণ পরে খেয়াল করায় তারা বুঝতে পারি কারণ এটি আসলেই তাদের থেকে একটু জল চাইছে। বুঝতে পারা সঙ্গে সঙ্গে বোতল থেকে কাঠবিড়ালি টিকে জল খাওয়ায় যুবকটি। ভিডিওটি শেয়ার করা মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পড়ার সময় আরেকটি জিনিস আমাদের শেখানো হয়েছিল, প্রচণ্ড তাপদাহে সময় কোন একটি বাটিতে বা সম্ভব হলে গামলা করে জল ভরে রাখতে। পাখিরা বা কুকুর বিড়াল রা অনেক সময় তৃষ্ণার্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়।তারা সেই জমানো জল পান করে তাদের তৃষ্ণা দূর করতে পারবে।
Highlights
1. জল চেয়ে পান করলো ছোট্ট কাঠবিড়ালি
2. ভিডিওটি শেয়ার করা মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়
#কাঠবিড়ালি #Water