Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :– ফের বিরল মহাজাগতিক দৃশ্য ! রবিবার থেকে আকাশে এমন এক অদ্ভুত দৃশ্য হয়ে গেল যা ভাবতেও পারছেন না অনেকে। একসঙ্গে আকাশে এল ৫ টি গ্রহ, যা কিনা খালি চোখেই নজরে পড়ার মতো। বিজ্ঞানীরা শনিবারই জানিয়েছিলেন যে, আকাশে ৪০ মিনিট এই আশ্চর্যজনক দৃশ্য দেখা যাবে। এই সময় আকাশে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি এবং চাঁদ একসাথে দেখতে পাওয়ার কথা জানিয়েছিলেন বিজ্ঞানীরা। রবিবার সূর্য ওঠার আগে এই দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা বলেছিলেন, যদি সূর্যোদয়ের আগে কেউ আকাহে তাকায় তবে একসঙ্গে পাঁচটি উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যাবে। যার মধ্যে আসলে একটি পৃথিবীরই উপগ্রহ চাঁদ। জ্যোতির্বিজ্ঞানী জেফ্রি হান্টে জানিয়েছিলেন, রবিবার ভোরে উত্তর-পূর্বে জ্বলজ্বল করতে দেখা যাবে শুক্রকে। দক্ষিণে জ্বলজ্বল করবে মঙ্গলগ্রহে। বৃহস্পতি এবং শনি এই সময়ে দক্ষিণ-পশ্চিম দিকে থাকবে। এমনকি বুধের থাকার কথাও বলা হয়েছে। অবশ্য একই সঙ্গে জানানো হয়েছে টেলিস্কোপ ছাড়াই বুধকে দেখা কিছুটা কঠিন। কারণ সে অতি ক্ষুদ্র।
যারা মিস করে গেছেন, তাঁদের অবশ্য নিরাশ হওয়ার কোনও কারণ নেই। শুধু একদিন নয়, আগামী ২৫ জুলাই অবধি এ দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এর পরে এই অতিপ্রাকৃত দৃশ্যটি ঠিক দুই বছর পরে মহাকাশে দেখা যাবে।
Highlights
1. ফের বিরল মহাজাগতিক দৃশ্য
2. একসঙ্গে আকাশে এল ৫ টি গ্রহ
3. আগামী ২৫ জুলাই অবধি এ দৃশ্য দেখা যাবে
4. অতিপ্রাকৃত দৃশ্যটি ঠিক দুই বছর পরে মহাকাশে দেখা যাবে
#Astronomy #Planets