Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সামান্য টাকায় পাবেন একাধিক সুবিধা। করোনার কবলে পড়ে সারা বিশ্ব আজ উদ্বেগে। চারিদিকে বইছে আক্রান্তের সংখ্যা সাথে আছে চলছে মৃত্যু মিছিল। এই করোনা আবহে বিমা সংস্থাগুলি নিয়ে এলো করোনা কবচ বিমা পলিসি। প্রধানত করোনাভাইরাস এর কথা ভেবে এই বীমা পলিসি চালু করা হয়েছে। পলিসি বাজার ওয়েবসাইটে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকায় এই পলিসি বিক্রি করা হচ্ছে ৷ সাড়ে ৩ মাস থেকে সাড়ে ৯ মাসের জন্য এই পলিসি বিক্রি করা হচ্ছে ৷ পলিসি হোল্ডারের চিকিৎসার খরচ হিসেবে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা রাখা হয়েছে ৷ IRDAI সংস্থাগুলিকে এই পলিসির জন্য অনুমতি দিয়ে দিয়েছে। বহু মানুষ এই পলিসি কিনতে আগ্রহী হয়েছেন।
মাসে ন্যূনতম ২০৮ টাকার প্রিমিয়াম জমা দিতে হয় এই পলিসির জন্য। এই পলিসি বেশ অনেকটাই কম খরচ সাপেক্ষ। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক ও দিল্লি এনসিআর-এর মানুষ এতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। এই পলিসি নিজের ছাড়াও স্বামী বা স্ত্রী, বাবা-মা, শ্বশুর শাশুড়ি, ২৫ বছরের কম নির্ভরশীল সন্তানদের জন্য করা হয়। এই পলিসির আওতায় থাকা ব্যক্তিদের যদি ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হয় সেক্ষেত্রে সমস্ত খরচও দেওয়া হবে ৷ তবে হোম কোয়ারেন্টাইন এ থাকার সময় কোনো চিকিৎসকে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করতে হবে ৷ Pulse oximeter, Oxygen Cylinder, Nebulizer-র সমস্ত খরচ বহন করবে এই পলিসি ৷ হাসপাতালে ভর্তি হলে পলিসি হোল্ডারের সম্পূর্ণ খরচ হবে ৷ তবে করোনা পজিটিভ হলে অতন্ত ৩ দিন হাসপাতালে ভর্তি থাকা বাধ্যতামূলক ৷
Highlights
1. সামান্য টাকায় পাবেন একাধিক সুবিধা
2. নিন করোনা কবচ বিমা
#COVID #Insurance