Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পৃথিবীর দিকে ধেয়ে আসছে বড় আগন্তুক ! পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে বিশাল আকারের গ্রহাণু। এই বিষয়ে ইতোমধ্যে বিবৃতি জারি করেছে নাসা। এ বিষয়ে ২৪ শে জুলাই সতর্কতা জারি করেছে নাসা। তারা জানিয়েছে, গ্রহাণু ২০২০ এনডি পৃথিবীর খুব কাছ দিয়েই যাবে। তবে, যদি ভাবেন বিপদ এখানেই শেষ, তাহলে ভুল ভাবছেন। কারণ এই গ্রহাণুর পরপরই আরও একটি গ্রহাণু আগামী রবিবার পার করবে পৃথিবীকে। গোটা বিশ্বের এই সংকটময় সময়ে এই আসন্ন গ্রহাণু নিয়ে চিন্তিত বিজ্ঞানীরা।
২৪ জুলাই যে গ্রহাণুটি এগিয়ে আসছে তা আয়তনে বিশালাকার। এমনকী লন্ডন আইয়ের চেয়েও দেড়গুণ বড় এই গ্রহাণু। বিজ্ঞানীরা এই গ্রহাণুর আগমনকে ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন। ১৭০ মিটারের অতিকায় গ্রহাণু পৃথিবীর ০.০৪৩ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট দূরত্বের মধ্যে চলে আসবে। এক এইউ (১৪৯,৫৯৮,০০০ কিমি) পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের সমান। গ্রহাণুটির গতিবেগ ঘন্টায় ৪৮ হাজার কিলোমিটার। তবে নাসার বিজ্ঞানীরা একথা জানিয়ে আশ্বস্ত করেছেন, পৃথিবীর বেশ দূর দিয়ে পার করে যাবে গ্রহাণুটি।
জুন মাসে পৃথিবীকে লক্ষ্য করে প্রথম গ্রহাণুটি আসে ৬ জুন শনিবার ভোর ৩টে ২০ মিনিটে। ওই সময় গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি ছিল। পৃথিবী থেকে মাত্র ৫.০৯ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে যায় গ্রহাণুটি। প্রথম গ্রহাণুটিকে Asteroid 2002 NN4 নামে চিহ্নিত করেছিলেন বিজ্ঞানীরা। ৮ জুন সোমবার, বিকেল ৩.৪০ মিনিটে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি ছিল এটি। সেই গ্রহাণুটিকে Asteroid 2013 XA22 হিসেবে চিহ্নিত করেছিলেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ২.৯৩ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে যায় সেই গ্রহাণুটি।
এবার পালা Asteroid 2020 ND-এর। প্রহর গোনা শুরু করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। তবে এতে আতঙ্কে কারন নেই ধূমকেতুর পর দেখা মিলবে আর এক প্রতিবেশী আগুন্তুকের। সে চলে যাবে তার রাস্তায়।
Highlights
1. পৃথিবীর দিকে ধেয়ে আসছে বড় আগন্তুক !
2. ধূমকেতুর পর দেখা মিলবে আর এক প্রতিবেশী আগুন্তুকের
#গ্রহাণু #Space