Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- Google Contacts-এর নয়া ফিচার। ফোন থেকে কিছু ডিলিট হয়ে গেলে কোনও না কোনও ভাবে তা ফিরিয়ে নিয়ে আসা যায়। যেমন গ্যালারি থেকে ছবি ডিলিট হয়ে গেলে রিসাইকেল বিনে গিয়ে ফিরিয়ে নিয়ে আসা যায়। কিন্তু ফোন থেকে যদি ফোন নম্বর ডিলিট হয়ে যায় তাহলে সেই সময় অনেক সমস্যা হয়। অনেক কম জনই আছেন যারা জানেন যে ফোনে নম্বর ডিলিট হয়ে গেলে তা কী করে ফিরিয়ে আনা সম্ভব। Google Contacts এমন একটি ফিচার নিয়ে এসেছে সাহায্যে সহজেই ডিলিট হওয়া কন্ট্যাক্টস রিস্টোর করা যায়।
Google Contacts-এর এই ফিচারটি রিসাইকেল বিনের মতো কাজ করে। সেই জন্য এর নাম Trash দেওয়া হয়েছে। আপনি যখন Google Contacts-এর সাইটে গিয়ে Other contacts-এর নিচে Trash অপশন দেখতে পাবেন। যে সব ফোন নম্বর ডিলিট হয়েছে সেই সব কন্টাক্ট এতে পেয়ে যাবেন। সঙ্গে এটাও জানা যাবে যে ফোন নম্বরটি অ্যাপ থেকে ডিলিট হয়েছিল না ওয়েবসাইট থেকে। ডিলিট হওয়া কন্ট্যাক্টস ৩০ দিনের মধ্যে রিকভার করা সম্ভব। এখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকে – Delete Forever বা Recover। এর মধ্যে থেকে একটি বেছে নিতে হবে। কন্ট্যাক্টস যেখান থেকেী ডিলিট হয়ে থাকুক, অ্যাপ বা ওয়েবসাইট, এখান থেকে সেটা রিকভার করা সম্ভব।
গুগল জানিয়েছে যে তাঁদের এই ফিচারটি শুধুমাত্র Google Contacts-এর ওয়েবসাইটেই রয়েছে। আগামী কিছু সপ্তাহের মধ্যে একটি G Suite ব্যবহারকারী আর পার্সোনাল গুগল অ্যাকাউন্টের জন্য রোল আউট করা হবে। এই মুহূর্তে এই ফিচারটি অ্যাপে নেই।
Highlights
1. Google Contacts-এর নয়া ফিচার
2. ফিচারটি শুধুমাত্র Google Contacts-এর ওয়েবসাইটেই রয়েছে
#Google #Contacts