এবার চালক ছাড়াই ছুটবে মেট্রো , শুরু মহড়া

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :-  এবার চালক ছাড়াই ছুটবে মেট্রো । এবার কলকাতাতে চালক বিহীন ইস্ট ওয়েস্ট মেট্রো রেল ছুটবে, তাই তো লকডাউন পরিস্থিতিতে সব কিছু যখন স্তব্ধ ঠিক সেই কারণেই জোর কদমে মহড়া চালাচ্ছে সিটিসি অর্থাৎ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম৷ মানুষের হস্তক্ষেপ থাকবে না। তাই এই প্রযুক্তিতে ট্রেন চালালে দুর্ঘটনার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে এমনটাই সূত্রের খবর।

রেল সূত্রে জানা যাচ্ছে জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে পরীক্ষামূলক ভাবে এই স্বয়ংক্রিয় ট্রেন চলাচলে মহড়া শুরু হয়েছে। এই পদ্ধতিতে মেট্রো রেল লাইন এবং অন্য মেট্রোর সঙ্গে যোগাযোগ রেখে চলবে প্রতিটি ট্রেন আর এভাবেই আগে ট্রেন কত দূরে রয়েছে বা পরেই ট্রেন কত দূরে রয়েছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য চলে আসবে প্রতিটি ট্রেনের হাতে আর এ ভাবেই এক দিকে যেমন যেকোনো বিপদ থেকে সরাসরি রক্ষা পাওয়া যাবে অন্য দিকে ট্রেন চালানোর ক্ষেত্রে অনেক সুবিধা হবে।

তবে এই প্রযুক্তিতে যদিও স্বয়ংক্রিয়ভাবে ট্রেন চলবে কিন্তু একজন চালক ট্রেনের মধ্যে থাকবেন। যিনি ট্রেন ঠিকঠাক চলছে কি না এবং সেই সংক্রান্ত সঠিক নজরদারি চালাবেন পাশাপাশি কোথাও গোলযোগ দেখলে হস্তক্ষেপ করবেন। ফলে নয়া এই প্রযুক্তি মেট্রো যাত্রাতে নতুন মাত্রা যোগ করবে বলে জানা যাচ্ছে। এই প্রযুক্তি অন্যানো ক্ষেত্রেও ব্যবহৃত হবে।

Highlights

1. এবার চালক ছাড়াই ছুটবে মেট্রো

2. এই প্রযুক্তিতে যদিও স্বয়ংক্রিয়ভাবে ট্রেন চলবে কিন্তু একজন চালক ট্রেনের মধ্যে থাকবেন

#মেট্রো #রেল 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন