করোনা পরিস্থিতিতে নিজের ব্যবসাকে কি ভাবে বড় করবেন , জানুন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- বর্তমানে সারা বিশ্বেই ব্যবসার অবস্থা খুবই খারাপ। কারণ , সারা বিশ্বে উপরেই করোনা ভাইরাস তার প্রভাব ফেলেছে। কিন্তু এই পরিস্থিতিতে নিজের ব্যবসাকে কি ভাবে টিকিয়ে রাখবেন বা নিজের বাবসাকে বড় করবেন সেই চিন্তায় মগ্ন প্রচুর ব্যাবসায়ী।

কিন্তু এর মধ্যেই কিছু ব্যাবসায়ী তাদের ব্যবসা দিব্যি চালিয়ে যাচ্ছেন। কারণ তারা আগে থেকেই নিজেদের তৈরি করে নিয়েছেন। নিজের ব্যবসাকে কি ভাবে বড় করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। তার পর সেই রাস্তায় চলতে হবে।

এই করোনা পরিস্থিতিতে বা তার পরবর্তী অবস্থায় ব্যবসার রূপ পরিবর্তন হতে পারে। এখন সমস্ত ব্যবসা অনলাইন ( online ) হচ্ছে। তাই আপনাকে ও নিজের ব্যবসা অনলাইনে নিয়ে যেতে হবে। তবেই আপনি ব্যবসায় বড় সাফল্য পেতে পারেন। কারণ অনলাইনে ব্যবসায় কোনো বাউন্ডারি নেই। আপনি চাইলে সারা দেশে বা দেশের বাইরেও ব্যবসা করতে পাবেন।

আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে যেতে প্রয়োজন হবে একটি ওয়েবসাইটের ( website ) . সেই ওয়েবসাইটটি সাধারণ ওয়েবসাইট বা ই-কমার্স ( e-commerce ) ওয়েবসাইট ও হতে পারে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার সার্ভিস বা প্রোডাক্ট লোকের কাছে পৌঁছতে পারবেন।

প্রথম অবস্থায় আপনাকে ডিজিটাল মার্কেটিং করে নিজের ব্যবসার প্রচার করতে হবে। যাতে লোক আপনার ব্যবসায় ব্যাপারে জানতে পারে। একবার লোক আপনার ব্যবসায় ব্যাপারে জেনে গেলে তারা নিজে থেকেই আপনার ওয়েবসাইটে এসে আপনার সার্ভিস বা প্রোডাক্ট ক্রয় করবে। তবে অবশ্যই আপনার দেওয়া প্রোডাক্ট বা সার্ভিস ভালো হতে হবে।

একবার আপনার ক্রেতা তৈরি হয়ে গেলে আপনাকে আর পিছনে ফিরে দেখতে হবে না। যে কোনো পরিস্থিতে আপনি আপনার ব্যবসা চালাতে পারবেন। তাই আপনার ব্যবসা ছোট বা বড় হোক তা এক্ষুনি অনলাইনে নিয়ে যান। তার জন্য আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে না। খুব সামান্য টাকায় আপনি আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে যেতে পারবেন।

———————————————————————–

আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে বা ডিজিটাল মার্কেটিং অথাৎ অনলাইনে আপনার ব্যাবসার প্রচার করতে চাইলে।

এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ওয়েবসাইট তৈরি ও ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল সুবিধা নিতে পারবেন।

যোগাযোগ :- 8967491470

ই-মেইল :- [email protected]

ওয়েবসাইট :- avilodm.co

আপনি যদি আপনার ব্যবসা কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা বাবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থার সাথে যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি এই সার্ভিসটি পাবেন।

————————————————————————

অনলাইন ব্যবসার সুবিধা :-

আপনি যদি একটি দোকান বা অফিস খোলেন তবে আপনাকে সেখানে থাকতে হবে তার ভাড়া , ইলেকট্রিক বিল , কিছু মেন্টেনেন্স খরচ , লোকাল জাগার সমস্ত অনুষ্ঠানে আপনাকে চাঁদা দিতে হবে।

কিন্তু অনলাইনে ব্যবসা করলে আপনাকে কোনো দোকান বা অফিস না নিলেও চলবে আপনি আপনার ব্যবসা ঘরে বসেই করতে পারবেন। এছাড়া ইলেক্ট্রিক বিল , চাঁদা , মেন্টেনেন্স খরচ এই সবের থেকে অনেকটা রেহাই পাবেন।

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন