বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন তৈরির দোরগোড়ায় রাশিয়া

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন তৈরির দোরগোড়ায় রাশিয়া। তবে সকল গবেষণারই ফল মিলতে এখনো বেশ কয়েক মাস দেরি বলেই জানিয়েছেন তারা। এর মধ্যে উল্লেখ্য অক্সফোর্ড, যাদের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে সফল বলে দাবি করেছেন তারা। এমনকি ভারতের পক্ষ থেকেও জানানো হয় ২০২১ সালের প্রথম দিকে ভারতের তৈরি করোনা ভ্যাকসিন বাজারে আসবে। সব মিলিয়ে কোন দেশ আগে মারণ রোগের প্রতিষেধক আবিষ্কার করবে তা নিয়ে যেন প্রতিযোগিতা চলছে। এর মধ্যেই ক্লিনিকাল ট্রায়াল শেষ করে কিস্তিমাত করল রাশিয়া।

vaccine

রাশিয়ার সেকেনভ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, মানবদেহের ট্রায়ালের জন্য তারা ১৮ এবং ২০ জনের দুটি দলের ব্যক্তিদের উপর পরীক্ষা মূলকভাবে ভ্যাকসিনের করেন। এর পর ঐ দুটি দলকে ২৮দিনের জন্য আইসোলেশনে রাখা হয়। ভ্যাকসিন ব্যবহারের পর ঐ ব্যক্তিদের শারীরিক প্রতিরোধ অনেক বেড়েছে।রাশিয়ার সংবাদ সংস্থা TASS সূত্রে জানানো হয়েছে, যে সকল ব্যক্তির দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। খুব শীঘ্রই তাদের আইসোলেশন থেকে ছেড়ে দেওয়া হবে। মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল পর্ব শেষ হয়েছে। ভ্যাকসিনের প্রভাব মানবদেহে যথেষ্ট ইতিবাচক। ১৫ এবং ২০শে জুলাই দুটি ধাপে ভ্যাকসিন পরীক্ষার্থীদের ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, কিছুদিন আগে ভারতে “আইসিএমআর” এর পক্ষ থেকে ঘোষণা করা হয় ১৫ ই আগস্ট এর মধ্যে ভারতের বাজারে ভ্যাকসিন আনতে চলেছেন তারা। তবে চিকিৎসকেরা এই ঘোষণার ঘোর বিরোধিতা করায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়, এভাবে সময় বেঁধে দিয়ে ভ্যাকসিন আনা যাবে না। ট্রায়ালের সমস্ত পদ্ধতি সঠিকভাবে পালন করলে তবেই ভ্যাকসিন বাজারে উপলব্ধ হবে। অপরপক্ষে, অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হয় তাদের তৈরি ভ্যাকসিন সব থেকে নিরাপদ এবং কার্যকরী। কিন্তু জনগণের কাছে উপলব্ধ হতে এখনো বেশ কিছু মাস বাকি। সেই জায়গায় রাশিয়া ইতিমধ্যেই ট্রায়ালের কাজ সম্পন্ন করে নজির গড়লো। খুব তাড়াতাড়ি বাজারে আসবে ভ্যাকসিন।

Highlights

1. বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন তৈরির দোরগোড়ায় রাশিয়া

2. খুব তাড়াতাড়ি বাজারে আসবে ভ্যাকসিন

#COVID #Vaccine

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন