Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বিয়ে এমন একটি জিনিস যেখানে দুটো মানুষ একেবারে ভিন্ন স্বভাবের হওয়া সত্ত্বেও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একই সঙ্গে সারা জীবন কাটানোর অঙ্গীকার করেন। জ্যোতিষ শাস্ত্র মতে, এমন কিছু রাশির মানুষ রয়েছেন যাঁদের রাশিচক্র যেন মিলিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ একটি রাশি অপর রাশির জন্য অনুকূল। তবে চলুন দেখে নিন কোন দুটো রাশির সঙ্গে বিয়ে হলে সাফল্য নিশ্চিত।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
মেষ ও মিথুন :- এই রাশির দুটোর মধ্যে বিয়ের সম্পর্ক অত্যন্ত গভীর হয় এবং এদের সম্পর্ক দীর্ঘ দিন অটুট থাকে। এঁদের সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে এবং একে অপরের সিদ্ধান্তকে সম্মান করতে পারেন।
রাশিচক্রের এই দুই রাশির জুড়ি অত্যন্ত ভাল বলে মানা করা হয়। এই দুই রাশির স্বভাবের মধ্যে বেশ কিছু মিল লক্ষ্য করা যায়। যেমন এরা সব কাজে দৃঢ় সঙ্কল্প, একে অপরের সঙ্গ বেশ ভাল ভাবে উপভোগ করা, এ ছাড়া সম্পর্ক এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গী এক হয় এদের।
কর্কট ও বৃশ্চিক :- এরা একে অপরকে খুবই বোঝেন। এই দুই রাশির মানুষের মানসিক দিকটা এতটাই মেলে যে, এঁদের বিয়ের সম্পর্ক খুবই ভাল বলে গণ্য করা হয়। এছাড়াও এই দুই রাশির মধ্যে সম্পর্কের ভারসাম্য খুবই সুন্দর হয়।
সিংহ ও ধনু :- এই দুই রাশির মানুষ একে অপরের স্বাধীনতাকে সম্মান করেন। এই দুই রাশির বিবাহ খুবই সঙ্গতিপূর্ণ। এছাড়া এই জুটি একে অপরকে অনুপ্রাণিত করতে পারেন।
কন্যা ও মকর :- এই দুই রাশির মানুষের মধ্যে তালমিল খুবই ভাল। এই দুই রাশির মানুষ দায়িত্বজ্ঞান সম্পন্ন এবং বাস্তববাদী হন।
তুলা ও কুম্ভ :- এই দুই রাশির জাতক – জাতিকাদের মধ্যে বিবাহ হওয়া খুবই ভাল। এঁরা একে অপরের খুব ভাল পরিপূরক হন।
মীন ও বৃশ্চিক :- এই দুই রাশির মধ্যে বিবাহ খুবই ভাল হয়। এঁদের প্রেম এবং বিয়ে দীর্ঘস্থায়ী হয়। এই দুই জুটির সম্পর্ক খুব সুন্দর হয়।
মকর ও বৃশ্চিক :- তবে এই দুই রাশির স্বভাবের বেশ কিছু মিল থাকে। এঁরা একে অপরের প্রতি খুবই বিশ্বাসী হন। এছাড়া এঁদের সম্পর্ক বেশ গভীর এবং অটুট হয়ে থাকে।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।