শনির সাড়ে সাতি দশা কি ? এর থেকে মুক্তি পাবার কিছু সহজ উপায় জানুন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- 

শনি গ্রহ , চন্দ্ররাশির দ্বাদশ, প্রথম ও দ্বিতীয় ঘর অতিক্রম করে সেই সময়কালকে শনির সাড়ে সাতি বলা হয়।

রাশিচক্রে শনি প্রত্যেকটি রাশি অতিক্রম করতে সময় লাগে আড়াই বছর। তিনটি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট সাড়ে সাত বছর। আর এই সাড়ে সাত বছর সময় লাগে বলেই এই সময়টিকে শনির “সাড়ে সাতি” বলা হয়।।

শনির সাড়ে সাতির প্রভাবের ফলে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুক্ষিন হতে হয়।।

জ্যোতিষশাস্ত্র মতে, সাড়ে সাতি জন্ম কুণ্ডলিতে তিনবার ফিরে আসে।।

প্রথমবার শিক্ষায় সমস্যা সৃষ্টি করে।।

দ্বিতীয়বার জীবিকা ও অর্থ সংকটের সমস্যার সৃষ্টি করে।।

তৃতীয় বার স্বাস্থ্য এবং গুরুজনদের মৃত্যু অবধি এনে দিতে পারে এই সাড়ে সাতি দশা।।

সবলতা ও দুর্বলতা অনুযায়ী জাতক বা জাতিকার উপর সাড়ে সাতির প্রভাব পড়ে।।

বৃশ্চিক, ধনু ও মীন রাশির জাতকদের ক্ষেত্রে সাড়ে সাতি চলাকালীন পাঁচ বছর সমস্যা দেখা যায়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে শনির সাত বছরের মধ্যে মাত্র আড়াই বছর খারাপ ফল দেয়।।

এই সাড়ে সাতি চলাকালীন জাতক বা জাতিকা নিজের জীবনকে বিচার করার, বিশ্লেষণ করার সুযোগ পায় বলে মনে করেন জ্যোতিষীরা।।

শাস্ত্র মতে, শনি সাড়ে সাতির শুরুতে প্রথমে জাতকের মাথায় আরোহণ করে, মধ্যভাগে ধড় এবং শেষে পায়ে নেমে এসে শরীর ত্যাগ করে চলে যায়।।

সাড়ে সাতির পূর্ণ সময়কে মোট ৯০ মাসের মধ্যে ২৫ মাস অশুভ পরিণাম দেয়। বাকি ৬৫ মাস কিছুটা ঠিক থাকে।।

শনির সাড়ে সাতির প্রভাব কমানোর জন্য জ্যোতিষশাস্ত্রে শনি দেবকে তুষ্ট করতে……

মেষ :-
১) প্রতি শনিবার শ্রীহনুমানের পূজা করা বিধেয়।।
২) সাতটি শনিবার দানকার্য করলে ভালো ফল মেলে।।
৩) কালো ঘোড়ার নাল থেকে তৈরি আংটি মধ্যমায় ধারণ করলে আরও ভালো হয়।।

বৃষ :-
১) রূপায় অ্যামেথিস্ট বাঁধিয়ে ধারণ করা প্রয়োজন।।
২) পাঁচটি শনিবার অশ্বত্থ গাছের নীচে ঘিয়ের প্রদীপ জ্বালালে ভালো হয়।।

মিথুন :-
১) কোনও শনিবার মধ্যমায় রুপো বাঁধানো নীলার আংটি ধারণ করা বিধেয়।।
২) বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন টাঙানো প্রয়োজন।।

কর্কট :-
১) সাতটি শনিবার দানকার্য বিধেয়।।
২) প্রতিদিন শনিস্তোত্র পাঠ করা দরকার।।

সিংহ :-
১) প্রতিদিন শনিস্তোত্র পাঠ করা দরকার।।
২) প্রতি শনিবার কালো তিল, কালো কাপড়, সরষের তেল দান করা বিধেয়।।
৩) কালো কুকুরকে খেতে দিলে ভালো হয়।।
৪) প্রতি শনিবার ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ প্রয়োজন।।

কন্যা :-
১) ঘরে শনিযন্ত্রম স্থাপন করা দরকার।।
২) শনিস্তোত্র পাঠ প্রয়োজন।।
৩) বহতা নদীতে একটি নারকেল এবং সাতটি আমন্ড দান করুন।।

তুলা :-
১) প্রতি শনিবার দুটি কালো কুকুরকে খেতে দিতে হবে (বাড়ির বাইরে তাদের খাওয়াবেন)।।
২) শিবলিঙ্গের উপাসনা করতে হবে।।
৩) শনিযন্ত্রম বহতা জলে দান করতে হবে।।

বৃশ্চিক :-
১) ঘরে শনিযন্ত্রম প্রতিষ্ঠা করতে হবে।।
২) প্রতিদিন শনিস্তোত্র পাঠ প্রয়োজন।।
৩) পোকা-মাকড়দের কালো তিল খাওয়ান।।
৪) ৫টি শনিবার বহতা জলে তামার টুকরো বিসর্জন দিন।।

ধনু :-
১) শনিবার উপবাস করে ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ প্রয়োজন।।
২) শনি পুজোয় লাগে, এমন জিনিস কখনই কিনবেন না।।

মকর :-
১) শনিবার শ্রীহনুমানের পুজা কাজে আসবে।।
২) শনি ও মঙ্গলবার মদ্যপান করবেন না।।
৩) শনিযন্ত্রম প্রতিষ্ঠা করে তার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন।।

কুম্ভ :-
১) নীল রঙের পোশাক পরা বিধেয়।।
২) নীলা ধারণ করলে ভালো হয়।।
৩) দানকার্য বজায় রাখুন।।

মীন :-
১) শনির তান্ত্রিক মন্ত্রোচ্চারণ প্রতিদিন প্রয়োজন।।
২) কুকুরের সেবা করতে হবে।।
৩) শিবপূজা করলে আরও ভালো ফল পাওয়া যাবে।।

এছাড়াও ভোজন প্রতিকার :- 

কাক, কালো জীবজন্তু, মোষ, যোগীপুরুষকে ভোজন করালে শনির দোষ কাটে।।

এছাড়াও পূজা প্রতিকার :- 

কালো অগুরুর ধূপ জ্বালিয়ে শনি মন্দিরে পরপর আটটি শনিবার পূজা দিলে শনির দোষ কাটে।।

এছাড়াও ধাতু প্রতিকার :- 

সীসা ধারণ করলে শনিদেবের কোপ থেকে রেহাই পাওয়া যায়।।

এছাড়াও রত্ন প্রতিকার :- 

নীলা বা এমিথিষ্ট রত্ন ধারণ করলে শনির দোষ কাটে।।

এছাড়াও কয়েকটি কার্যকরী প্রতিকার :-

১) শনিবার নিরামিষ খান।।

২) হনুমান চাল্লিশা, দূর্গা চাল্লিশা, শিব চাল্লিশা পঠ করুন।।

৩) বাড়ির বয়স্ক ব্যক্তি, পিতা, মাতাকে প্রণাম করে কাজ শুরু করুন।।

৪) প্রতি শনিবার শিবের পূজো করা।।

৫) কালো তিল দিয়ে ৪৪ দিন স্নান করুন।।

৬) বৃদ্ধ মানুষকে সেবা করুন।।

৭) সকালে গুড় ও রুটি কালো কুকুরকে খাওয়ালে সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।।

৮) ভাত রান্না হওয়ার পরেই খাবার আগে যদি কাককে খাওয়ানো হয় তাহলে শুভ ফল হবেই।।

এ ছাড়াও সাড়ে সাতি দশার প্রভাব লঘু করতে এই মন্ত্র গুলো জপ করতে পারেন……..

“ওঁ শং শনৈশ্চরায় নমঃ”

গায়ত্রী মন্ত্র :-
“ওঁ সূর্যপুত্রায় বিদ্মহে মৃতুরূপায় ধীমহি তন্নোঃ সৌরিঃ প্রচোদয়াৎ”

প্রণাম মন্ত্র :-
“ওঁ নীলাঞ্জনচয়প্রখ্যং রবিসূতং মহাগ্রহম্
ছায়ায়া গর্ভসম্ভূতং ত্বং নমামি শনৈশ্চরম্”

—————————————————————————–

জ্যোতিষ সম্পর্কিত যে কোন জটিল ও কঠিন সমস্যা সমাধান করাতে আজই যোগাযোগ করুন………

জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

যোগাযোগ :-  9093476035 , 8906174912

Bangla news dunia Desk

মন্তব্য করুন