করোনাকালে চিনের গিনিপিগ হতে সম্মত বাংলাদেশ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনাকালে চিনের গিনিপিগ হতে সম্মত বাংলাদেশ ! বাংলাদেশের করোনা পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ২৪ঘন্টার মধ্যে বাংলাদেশে নতুন করে প্রায় ৫০ জন করোনা সংক্রমিতের মৃত্যু হয়েছে। দেশের করোনা পরিস্থিতি বিচার করে মঙ্গলবার, বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব আবদুল মান্নান জানালেন, দেশে শীঘ্রই চিনা করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের শুরু হতে চলেছে। অর্থাৎ চীনা ভ্যাকসিন প্রয়োগ ব্যাপকহারে বাংলাদেশে হতে পারে।

মঙ্গলবার আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে আব্দুল মান্নান জানিয়েছেন, চীনের বেসরকারি ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিনোফার্ম-র আবিষ্কৃত ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের সফল হয়েছে। বর্তমানে তৃতীয় পর্যায়ের ট্রায়াল বাকি। তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্বন্ধে আইসিডিডিআরবি এর প্রতিনিধিদের সাথে জরুরী পর্যায়ের বৈঠক করা হয়েছে।

করোনা

বাংলাদেশী স্বাস্থ্য সচিব আরো জানান, এই ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষার ফলাফল যদি আশাপ্রদ হয় তাহলে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করার অনুমতি দেওয়া হবে। উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জানা গেল গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯১৮ জন বাংলাদেশী নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। ফলে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’লক্ষ ৪৪ হাজার ২০ জন।

আগামীদিনে যাতে পরিস্থিতি আরো খারাপ না হয় তাই চটজলদি ভ্যাকসিনের প্রয়োগ বাংলাদেশে করতে পারে চীন। আর ভারত বিরোধী গ্রুপে বাংলাদেশকে টানতেও বেজিং।  

Highlights

1. করোনাকালে চিনের গিনিপিগ সম্মত বাংলাদেশ !

2. আগামীদিনে যাতে পরিস্থিতি আরো খারাপ না হয় তাই চটজলদি ভ্যাকসিনের প্রয়োগ বাংলাদেশে করতে পারে চীন

#করোনা #চীন 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন