জীবনে ভালো থাকতে চান ! সব সময়ে মেনে চলুন কিছু উপদেশ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনে ভালো থাকতে চান ! বহুবছর কেটে গেলেও আজও আমাদের জীবনে চাণক্য সমানভাবে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। তার উপদেশাবলি মেনে চললে আজও জীবনে সফল হওয়া যায়। আসুন জেনে নি ভাল থাকার জন্য চাণক্যের কোন গুরুত্বপূর্ণ উপদেশ অক্ষরে অক্ষরে মেনে চলা উচিত । যাতে জীবনে ভালো থাকা যায়।

ভারতের মাটিতে যে সব মহান ব্যক্তি জন্ম নিয়েছেন তাদের মধ্যে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের প্রধানমন্ত্রী চাণক্য প্রাতঃস্মরণীয়। এখনো পর্যন্ত তার মত একাধারে রাজনীতি, কূটনীতি, যুদ্ধ বিশারদ ও অর্থনীতিবিদ মানুষ ভারতের মাটিতে জন্ম নেয় নি। চন্দ্রগুপ্তের মহামন্ত্রী হলেও তিনিই ছিলেন সাম্রাজ্যের আসল চালিকাশক্তি। চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহন থেকে শুরু করে নির্বিঘ্নে রাজ্য শাসন সমস্তই তারই উর্বর মস্তিষ্কের ফসল।

উপদেশ সমূহ —

১. চাণক্য বলেছেন, নিন্দা করে কেউ কখনোই ভালো থাকতে পারে না। এই নিন্দার অভ্যাস একটি গুরুতর অসুখ তাই আপনার যাতে নিন্দার অভ্যাস না গড়ে ওঠে সেদিকে সব সময় নজর রাখুন।

২. নিন্দার মত মিথ্যা কথা বলাও আপনার সাফল্যের পথে অন্তরায়। যে মিথ্যে বলে তাকে কেউই পছন্দ করে না। জীবনে সাফল্যের পথে অগ্রসর হওয়ার জন্য মিথ্যা বলে, সে সাময়িক সাফল্য পেলেও তা চিরস্থায়ী হয় না।

৩. লোভ মানুষকে বিপথগামী করে তোলে। লোভের বশে মানুষ এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে যা তাকে পতনের দিকে নিয়ে যায়।

৪. কথায় বলে অহঙ্কার পতনের মূল। চাণক্যও একই কথা বলছেন, চাণক্যের মতে অহঙ্কারী মানুষ একা হয়ে যায়। সে জীবনে কখনোই সফল হতে পারেনা।

তাই জীবনে ভালো থাকতে গেলে অহং ত্যাগ করুন। ভালো থাকুন।

Highlights

 1. জীবনে ভালো থাকতে চান ! 

2. জীবনে ভালো থাকতে গেলে অহং ত্যাগ করুন

#চাণক্য #Lifestyle

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন