Bangla News Dunia, অজয় দাস :- ব্যবসা মানেই ঝুঁকিপূর্ণ কাজ , আর ব্যবসা করতে গেলে আপনাকে ঝুঁকি নিতে হবেই। তার সাথে সাথে আগেই জেনে নিতে হবে ব্যবসা করার কিছু কৌশল। ব্যবসা করার কিছু কৌশল না জানা থাকলে বিভিন্ন সমস্যার সমুখীন হতে পারেন। আর এই কৌশল গুলো জানা না থাকলে আপনি ব্যবসায় বাঁধার সমুখীন হতে পারেন। এমনকি ধাক্কা ও খেতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
১. সঠিক সহযোগী বাছা :- আপনার ব্যবসায় যদি সহযোগীর দরকার হয় তবে আপনাকে সঠিক সহযোগী বেঁছে নিতে হবে। এতে আপনার ব্যবসা সঠিক ভাবে চলবে। আপনি যদি ভুল সহযোগী বাঁছেন তবে ব্যবসা অসফল হবার আশঙ্কা প্রবল।
২. নগদ অর্থ :- যে কোনো ব্যবসা টিকে থাকার জন্য দরকার অর্থের। তার জন্য ব্যবসায় শুরু থেকেই নগদ অর্থ আশা দরকার। ব্যবসায় ধার – বাকি থেকে দূরে থাকতে হবে , নয়তো আপনার অর্থের বেশির ভাগ টাই ধার হিসাবে লোকের কাছে জমা থাকবে।
৩. এক ব্যবসা , একাধিক পরিকল্পনা :- আপনার ব্যবসার জন্য আপনাকে একাধিক পরিকল্পনা করতে হবে। যেমন আপনি প্রথম যেই পরিকল্পনাটা করেছিলেন সেটা কোনো কারণে ফেল হলে , আপনি যাতে ব্যবসায় দ্বিতীয় পরিকল্পনাটি ব্যবহার করতে পারেন।
এছাড়া আপনার ব্যবসায় কি ভাবে অর্থ আসবে তার জন্য আলাদা আলাদা দিক আপনাকে খুঁজতে হবে।
৪. নিজেকে শক্ত হতে হবে :- ব্যবসায় এমন অনেক মুহূর্ত আসবে যে খানে আপনাকে সাহসের সাথে না বলতে হবে। তাই আপনাকে না বলা শিখতে হবে। গ্রাহকদের চাহিদা মেটাবার জন্য সব সময় হ্যাঁ বললে আপনি ব্যবসার ক্ষতি করতে পারেন।
উদাহরণ :- একটি ছোট্ট উদাহরণ দেওয়া হলো – ধরুন আপনি একটি পণ্য ৯০ টাকায় ক্রয় করেছেন। সেই পণ্যটি আপনি ক্রেতার কাছে ১০০ টাকায় বেচবেন , কিন্তু ক্রেতা আপনার ওই পণ্যটি ৮০ টাকায় ক্রয় করতে চায়। তবে সোজা ক্রেতাকে না বলে দিন। আপনি ভাবতে পারেন আপনার ক্রেতা নষ্ট হতে পারে। কিন্তু আপনি ক্ষতি করে পণ্যটি বিক্রয় করলে ক্ষতি আপনার হবে। আর এই রকম ক্ষতি আগেও চলতে থাকবে।
৫. ব্যবসার পূর্বে স্থান নির্বাচন :- আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে চলেছেন। তার আগে আপনাকে সেই ব্যবসার জন্য সঠিক স্থান নির্বাচন করতে হবে। যাতে আপনার গ্রাহকরা সহজেই আপনার পণ্য বা পরিষেবা নিতে পারে।
৬. বিজ্ঞাপন :- বিজ্ঞাপনের মাধ্যমে কোনো ছোট জিনিসকে ও বড় করে তোলা যায়। সঠিক বিজ্ঞাপনের মাধ্যমে যে কোনো পণ্য ও পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। ব্যবসার জন্য বিজ্ঞাপন খুবই জরুরি। কারণ ক্রেতা আপনার ব্যবসার সমন্ধে বিজ্ঞাপনের মাধ্যমেই জানতে পারবে।
বর্তমান সময়ে খুবই কম খরচে বিজ্ঞাপন দেবার মাধ্যম হলো অনলাইন। অনলাইন মাধ্যমের মধ্যে গুগল , ফেসবুক , ইন্সট্রাগ্রাম , হোয়াটসএপ ইত্যাদি খুবই জনপ্রিয়।
৭. লাইসেন্সিং :- ব্যবসাকে বৈধ ভাবে টিকিয়ে রাখতে দরকার সঠিক লাইসেন্সিং এর। এর জন্য আপনাকে আপনার ব্যাবসার অনুকূল যে সব লাইসেন্স এর দরকার তা করিয়ে নেওয়া ভালো। এর মাধ্যমে আপনাকে ব্যবসায় কোনো সরকারি বাঁধার সমুখীন হতে হবে না।
———————————————————————-
আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে বা ডিজিটাল মার্কেটিং অথাৎ অনলাইনে আপনার ব্যাবসার প্রচার করাতে চাইলে।
এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ওয়েবসাইট তৈরি ও ডিজিটাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল সুবিধা নিতে পারবেন।
যোগাযোগ :- 8967491470
ই-মেইল :- [email protected]
ওয়েবসাইট :- avilodm.co
আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা বাবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থার সাথে যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি এই সার্ভিসটি পাবেন।
Highlight:-
১. সঠিক সহযোগী বাছা হবে
২. নগদ অর্থের যোগান সুনিশ্চিত করতে হবে
৩. একটি ব্যবসার জন্য একাধিক পরিকল্পনা করে রাখতে হবে
৪. নিজেকে শক্ত হতে হবে যাতে মাঝ পথে ভেঙে না পড়েন
৫. ব্যবসা করার পূর্বে সঠিক স্থান নির্বাচন করুন
৬. বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ব্যবসাকে ক্রেতাদের কাছে পৌঁছে দিন
৭. ব্যবসার জন্য সঠিক লাইসেন্সিং আগেই করিয়ে নিন।
#businessnews #businesstips #banglanewsdunia #business