রাজ্যে বন্যা পরিস্থিতির মধ্যেই ফের নিম্নচাপের আশঙ্কা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : রাজ্যে বন্যা পরিস্থিতির মধ্যেই ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে, ২১ সেপ্টেম্বর থেকে রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে।

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

ডিভিসি থেকে জল ছাড়ার ফলে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জেলা। এর মধ্যে ফের নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, এই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং কোনও সতর্কতা জারি করা হয়নি। #Short News

আরো পড়ুন : – ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পরমাণু সন্ধি হলে, ভারত শুধরে যাবে’ ! মন্তব্য ঘিরে হিংসা প্রকাশ ঢাকার অধ্যাপকের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন