প্রতিরক্ষা সংস্থায় কুক , ক্লার্ক ও ইন্সপেক্টর নিয়োগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- প্রতিরক্ষা সংস্থায় কুক , ক্লার্ক ও ইন্সপেক্টর নিয়োগ | কেন্দ্রীয় সরকারে অফিস অফ দি স্পেশাল ডিফেন্স ফোরামে বিভিন্ন ট্রেডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক নজরে দেখে নিন কারা কোন ট্রেডের জন্য উপযুক্ত। যারা ইচ্ছুক তাড়াতাড়ি অনলাইনে আবেদন করতে পারেন।

বিস্তারিত দেখে নিন–

ইন্টেলিজেন্ট অফিসার — যেকোনো শাখায় গ্রাজুয়েটরা আবেদন  করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। এক্ষেত্রে শূন্যপদ ৩৭ টি।

ওয়েলফেয়ার ইন্সপেক্টর — যেকোনো শাখায় গ্রাজুয়েটরা আবেদন  করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। এক্ষেত্রে শূন্যপদ ৩৫ টি।

গ্রান্ট এক্সেকিউটিভ অফিসার –যেকোনো শাখায় গ্রাজুয়েটরা আবেদন  করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। এক্ষেত্রে শূন্যপদ ৪৯ টি।

job

ক্লার্ক — যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাস আবেদন  করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। অবশ্যই কম্পিউটারে মাইক্রোসফট অফিস জানতে হবে। এক্ষেত্রে শূন্যপদ ৫৮ টি।

সাফাইকর্মচারী — মাধ্যমিক পাস আবেদন  করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর। এক্ষেত্রে শূন্যপদ ৩৫ টি।

এছাড়াও রয়েছে আরো বেশ কিছু পদ। সম্পূর্ণ জানতে লগইন করুন www.specialdefence.com।

অনলাইনে দরখাস্ত করবেন ২৫শে সেপ্টেম্বরের মধ্যে। প্রাথী বাছাই হবে টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা ফী বাবদ ৫০০ টাকা সাধারণের ক্ষেত্রে । তপসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে ৩০০ টাকা। মহিলাদের ক্ষেত্রে ২০০টাকা। অনলাইনে জমা দিতে হবে।

Highlights

 1. প্রতিরক্ষা সংস্থায় কুক , ক্লার্ক ও ইন্সপেক্টর নিয়োগ 

2. অনলাইনে দরখাস্ত করবেন ২৫শে সেপ্টেম্বরের মধ্যে

#specialdefence #JOB

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন